Hardcover, Sudeep Chattopadhyay, Sports Non-fiction
পৃথিবীর বুকে চিরকাল এমন কিছু ব্যক্তির আবির্ভাব হয়েছে, যারা নিয়ম ভেঙেছে। পরিচিত জীবনের পূর্বসংস্কারকে অতিক্রম করে এগিয়ে গিয়েছে অজানার পথে। স্বেচ্ছায় আলিঙ্গনাবদ্ধ হয়েছে বিপদের সঙ্গে, অনিশ্চিয়তার সঙ্গে। এই বইয়ের লেখাগুলো এরকম কিছু মানুষের স্বপ্ন, জীবন ও দর্শনকে তুলে ধরতে চেয়েছে। বিংশ এবং একবিংশ শতাব্দীর কয়েকজন মানুষ, যারা গতানুগতিক জীবনের বেড়াজাল টপকে নিজের পথ তৈরি করেছে বার বার। প্রকৃতির প্রসারতাকে অনুভব করতে এগিয়ে গিয়েছে বিপদের তোয়াক্কা না করে। চলিত ভাষায় যারা ‘এক্সট্রিম অ্যাথলিট’ বলে পরিচিত। তাঁদের বিচরণের স্থান আকাশের উচ্চতা থেকে জলের গভীরতা পর্যন্ত। কখনও তাঁরা হিমালয়ের উচ্চতায় অভিযান করেন, কখনও ঝাঁপিয়ে পড়েন উত্তাল সমুদ্রে। ভূগর্ভস্থ নদীর গোলকধাঁধা অথবা দুর্গম মেরুপ্রদেশ, খাড়াই পাথরের শিলা কিংবা সক্রিয় আগ্নেয়গিরির তপ্ত আবহাওয়া, প্রকৃতির রহস্য বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কয়েকজন মানুষ। রোমাঞ্চের খিদে আর অদম্য জেদ শুধু নয়, খাদের ধারে জীবন কাটানোর এই মানসিকতা, এই দর্শন আরও অনেক গভীর, কেবলমাত্র ‘অ্যাড্রেনালিন রাশ’ বলে তাকে উড়িয়ে দেওয়া যায় না। এক্সক্ট্রিম অ্যাথলিট, অভিযাত্রী আর ভূপর্যটকদের জীবনদর্শনের মধ্যে একটা সাদৃশ্য অবশ্য আছে। এরা কেউই চেনা পথে হাঁটেননি, বরং সমাজবহির্ভূত হয়ে নিজেদের জীবনের পথ তৈরি করেছেন আস্তে-আস্তে। এরা সকলেই সেই অর্থে ‘ট্রেলব্লেজার্স’।
Sudeep Chattopadhyay
Language: Bengali
Binding: Hardcover
Genre: Sports, Essays, Important Figures
Publishers: The Cafe Table