Kolkata Bookfair 2024
অ্যাংলো ইন্ডিয়ান তরুণ টেরেন্স ম্যাকেঞ্জি ব্যাংককে চাকরি করতে গিয়ে একদিন নিখোঁজ হয়ে গেল। স্ত্রী অনামিকা, ছেলে রোনাল্ড আর মেয়ে এমিলি দশ বছর পরেও আশা করে তাদের 'ড্যাডি' ফিরে আসবে। মেরিন ইঞ্জিনিয়ার ছেলে রোনাল্ড জাহাজ থেকে অপহৃত হল দুর্ধর্ষ ম্যালে জলদস্যুদের হাতে। কেন তাকে নিয়ে দু দলের মধ্যে চলে রক্তক্ষয়ী সংঘর্ষ ? দক্ষিণ পূর্ব এশিয়ার মাদক ব্যবসা 'ট্রায়াড' নামক যে ভয়ঙ্কর অপরাধী সংগঠনগুলোর হাতে, টেরেন্স ম্যাকেঞ্জি'র নিরুদ্দেশ হবার পেছনে কি তাদের হাত ? সুন্দরী লুসি ট্যানের সঙ্গে টেরেন্সের কি সম্পর্ক ? টেরেন্সকে কি খুঁজে পাওয়া যাবে শেষ পর্যন্ত ?
Shyamal Ghosh