Hardcover, Zahid Hussain, Horror & Occult, Thriller & Mystery, Novella
একরাতে ব্রিগুদাগ্রামে জুডিথ ডারহাম অদ্ভুত এক স্বপ্ন দেখে। প্রথম প্রথম কেউ পাত্তা দেয় নি। স্বপ্ন তো অনেকেই দেখে, তাতে অত পাত্তা দেওয়ার কী আছে! কিন্তু ব্রিগুদার সবাই যখন ওই একই স্বপ্ন দেখা শুরু করে তখন সবার টনক নড়ে। তারপর এক ভয়াল রাতে গ্রামটি তছনছ হয়ে যায়, পড়ে থাকে স্রেফ ছিন্ন-বিচ্ছিন্ন কিছু দেহ। গ্রামের একমাত্র গির্জায় কে যেন একজোড়া চোখের ছবি এঁকে রেখেছে। নীচে লেখা- পিংক্রি রিট্রিক্রা ক্রেয়িৎ লিক্রিং... মফঃস্বল বস্তিতে গা ঢাকা দেওয়া লেখক মোহাম্মদ আসগর আলি চায়ের দোকানে এক অদ্ভুত গল্প শোনেন। সেই গল্পের সুলুক- সন্ধানে মোটর পার্টস দোকানি সাচ্চুকে নিয়ে পরাবাস্তব এক অভিযানে নেমে পড়েন তিনি। তার অভিযাত্রায় আরও সঙ্গী হন ইউনিভার্সিটি-র লেকচারার রেহমান সিদ্দিক ও তার রগচটা বোন ফারহানা। তারা কি পারবে অদ্ভুত এই গল্পের যবনিকা টানতে? পরাবাস্তবতা কি বাস্তবে এসে মিশবে? নাকি ব্যর্থতায় পর্যবসিত হবে সব? এ কাহিনি জনপ্রিয় লেখক মোহাম্মদ আসগর আলির, এ কাহিনি বনশ্রীর মক্ষীরানি অ্যালিসের, এ কাহিনি সাইবেরিয়ার ললনা নাতাশার, এ কাহিনি খোঁড়া ক্রিমিনোলজিস্ট রেহমান সিদ্দিকের। সর্বোপরি এ কাহিনি ত্রিতের!
ত্রিৎ! যারা ছিল, যারা আছে, যারা থাকবে...
'ল্যাভক্রাফটিয়ান হরর' থেকে অনুপ্রাণিত হয়ে লেখা ভিন্নধর্মী এই নভেলটি আদৌ হরর হয়েছে কিনা সেটা পাঠকই বিচার করে দেখবেন।
Zahid Hussain
জাহিদ হোসেনের জন্ম সিলেটে, বেড়ে ওঠা ঢাকায়। পড়াশোনা করেছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। বাস করছেন জন্মভূমি সিলেটেই। বইপড়ার প্রতি অসম্ভব ঝোঁক থেকেই লেখালেখিতে আগ্রহ। শুরু অনুবাদ দিয়ে। পরপর দু’টি অনুবাদ প্রকাশিত হয় তার। ‘অ্যাম্বার রুম’ ও ‘ম্যাক্সিমাম রাইডঃ দ্য অ্যাঞ্জেল এক্সপেরিমেন্ট’। এরই মধ্যে জাহিদ হোসেন প্রবেশ করেন মৌলিক লেখালেখির জগতে। মৌলিক থ্রিলার হিসেবে তার প্রথম প্রয়াস ‘ঈশ্বরের মুখোশ’, যা ২০১৫’র একুশে বইমেলায় প্রকাশিত হয়। এরপর একে একে বের হয় ‘ফিনিক্স’, ‘কাদ্যুসেয়াস’, ‘একজোড়া চোখ খোঁজে আরেক জোড়া চোখকে’, ‘দুধ চা খেয়ে তোকে গুলি করে দেব’ ও ‘গিলগামেশ’। জাহিদ হোসেনের প্রকাশিত বই ওপার বাংলাতেও ব্যাপক সমাদৃত ও প্রশংসিত। কলকাতার অভিযান পাবলিশার্স ও বুকিকার্ট থেকে কয়েকটি বইয়ের ভারতীয় সংস্করণ প্রকাশের পর বেশ সাড়াও পান। উপন্যাস ও নভেলা ছাড়াও বেশ কয়েকটি ছোটগল্প লিখেছেন জাহিদ হোসেন।
Zahid Hussain
Author : Zahid Hussain
Publisher : Abhijan Publishers
Language : Bengali
Binding : Hardbound
Publishing Year : 2019
ISBN : 9789387575783
জাহিদ হোসেনের জন্ম সিলেটে, বেড়ে ওঠা ঢাকায়। পড়াশোনা করেছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। বাস করছেন জন্মভূমি সিলেটেই। বইপড়ার প্রতি অসম্ভব ঝোঁক থেকেই লেখালেখিতে আগ্রহ। শুরু অনুবাদ দিয়ে। পরপর দু’টি অনুবাদ প্রকাশিত হয় তার। ‘অ্যাম্বার রুম’ ও ‘ম্যাক্সিমাম রাইডঃ দ্য অ্যাঞ্জেল এক্সপেরিমেন্ট’। এরই মধ্যে জাহিদ হোসেন প্রবেশ করেন মৌলিক লেখালেখির জগতে। মৌলিক থ্রিলার হিসেবে তার প্রথম প্রয়াস ‘ঈশ্বরের মুখোশ’, যা ২০১৫’র একুশে বইমেলায় প্রকাশিত হয়। এরপর একে একে বের হয় ‘ফিনিক্স’, ‘কাদ্যুসেয়াস’, ‘একজোড়া চোখ খোঁজে আরেক জোড়া চোখকে’, ‘দুধ চা খেয়ে তোকে গুলি করে দেব’ ও ‘গিলগামেশ’। জাহিদ হোসেনের প্রকাশিত বই ওপার বাংলাতেও ব্যাপক সমাদৃত ও প্রশংসিত। কলকাতার অভিযান পাবলিশার্স ও বুকিকার্ট থেকে কয়েকটি বইয়ের ভারতীয় সংস্করণ প্রকাশের পর বেশ সাড়াও পান। উপন্যাস ও নভেলা ছাড়াও বেশ কয়েকটি ছোটগল্প লিখেছেন জাহিদ হোসেন।