তন্নিষ্ঠ পাঠকের কাছে বইপড়া বিষয়টি কেবলমাত্র দু’মলাটের ভিতরকার পৃষ্ঠাগুলি পড়ে শেষ করা নয়, বরং পাঠসমাপনান্তে এক বৃহত্তর দুনিয়ার অংশীদার হয়ে ওঠার সূত্রপাত। এই বইয়ের লেখাগুলি সেই দুনিয়ার কিসসা-কাহিনি আসলে। এই সব কিসসায় উদ্বাস্তু পরিবারের অভিভাবক হয়ে থাকে মহাভারত— প্রজন্মের পর প্রজন্ম ধরে। শিকড়সন্ধানী এক বৃদ্ধের আকুতিতে জড়িয়ে থাকে বিভূতিভূষণের ইছামতী উপন্যাসের মেদুর কিছু পঙক্তি। কিশোর প্রেমিক পড়শি তরুণীর সুললিত আবৃত্তি শোনে মুগ্ধ বিস্ময়ে, জয় গোঁসাই হয়ে ওঠেন নিরুচ্চার প্রেমের মেঘদূত। কখনও কৈশোর ঝুঁকে পড়ে নিষিদ্ধ আহ্বানের দিকে, হলদে মলাটের পাপবিদ্ধ চটি বই তাকে ডাকে গোপন হাতছানিতে। স্যুইস আল্পসের কোলের একটি গ্রামে এক পোলিশ তরুণী ডাকঘর নাটকের সূত্রে মধ্যভারতের দামাল এক তরুণের পাশাপাশি দাঁড়ায় মহাকালের চালচিত্রে। চিনসাগরের তীরে অখ্যাত জাপানি শহরের দোকানি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতায় নিজের ঈশ্বরকে খুঁজে পায়। এই বই সেইসব কিসসার উদযাপন। এই বইয়ের প্রতিটি লেখাই আসলে পাঠজীবনের এক আখ্যান, পাঠযাপনের অ্যাডভেঞ্চার। বাংলাভাষায় এই গোত্রের বই বিরল। লেখক নিজের কলমে সেই নির্জন পথের সন্ধানেই রত হয়েছেন একান্তে।
Aveek Mohan Dutta