Paperback, Bengali, Thriller & Mystery, Novel
পারিবারিক কাপড়ের ব্যবসা নিজের চেষ্টায় বাড়িয়ে এসপ্ল্যানেডে দোকানের মালিক হয়ে বসেছিলেন ভূপেন্দ্রনাথ। আশ্রিত-পরিজন-কর্মচারী নিয়ে তাঁর নিশ্চিন্ত জীবনে যখন ছায়া ফেলছে বাংলার কাঁচামালের বাজারে লাগা বিশ্বযুদ্ধের আগুনের আঁচ এবং ভারতের ক্রমবর্ধমান সরকারবিরোধী আন্দোলনের বিদেশী-দ্রব্য-সংহার-মূর্তি; তখনই আরেক মারাত্মক বিপদ হানা দিতে শুরু করল তাঁর ঘরে। রাত্রে জানলায় উঁকি থেকে প্রাণনাশের চেষ্টা অবধি— কে এই কালো কাপড়ে মুখ ঢাকা আততায়ী?
Anushtup Sett