Hardcover, Dwaita Hazra Goswami, Juvenile, Poetry
"এক যে ছিল বিস্কুট সিং
মুচমুচে আর মিষ্টি
মাখন দিয়ে ময়দা মেখে
গরম আঁচে সৃষ্টি
সোনার মতো রং ছিল তার
পুতুল পুতুল গড়ন
যুদ্ধে যাওয়ার মতোই ছিল
হাঁটা চলার ধরন"
ছোটোদের অনেকেই এখন বাংলা ছড়া বা গল্প পড়তে পারে না। এবং তারা অনেক সময় পড়তে আগ্রহী হয়না এমন সব কথা শোনা যায়। কিন্তু তাদের এই ছড়াগুলো পড়ে পড়ে শোনানো ও আবৃত্তি করতে শেখানোর দায়িত্ব বড়দের। এতে তাদের আত্মবিশ্বাস তো বাড়বেই , ভাষার জ্ঞান এবং সুন্দর করে গুছিয়ে কথা বলার ক্ষমতাও বাড়বে।
'বিস্কুট সিং' এই ছড়ার বইটি ছোটদের তো বটেই বড়রাও আশা করি উপভোগ করবেন।
Dwaita Hazra Goswami
বর্তমানে ব্যাঙ্গালোরের বাসিন্দা দ্বৈতা হাজরা গোস্বামী | পড়াশোনা করেছেন লেডি ব্রেবোর্ন কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। সংস্কৃত ও বৈদিক সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। ব্যাঙ্গালোরের জৈন বিশ্ববিদ্যালয় থেকে কালচারাল স্টাডিস- এ রাষ্ট্রসঙ্ঘের পরিবেশমূলক নীতি বিষয় নিয়ে ডক্টরেট করেছেন। জৈন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা ছিলেন দু বছর। ৭ বছর বয়স থেকে কবিতা লেখার শুরু। কলেজে পড়ার সময় ২০০৫ -এ ছোটদের জন্য একটি ছোট গল্পের সংকলন "সাত আকাশের ওপারে " প্রকাশিত হয়। এছাড়াও দীপ প্রকাশন এবং পত্র ভারতী ও কবিতা ক্লাব এর কবিতা সংকলনে লিখেছেন। সম্প্রতি প্রকাশিত হচ্ছে একটি থ্রিলার সংকলন "থ্রি " (ফেভ বুকজ পাবলিকেশন )।এবং প্রথম কবিতার বই "মেঘ বৃষ্টি কথা "(২০১৮, কলকাতা বইমেলা ) ধানসিড়ি প্রকাশন থেকে। আনন্দমেলা , কিশোর ভারতী , শুকতারা প্রভৃতি কিশোর পত্রিকায় নিয়মিত গল্প ও কবিতা লেখেন। কৃত্তিবাস , কালের কষ্টিপাথর , ভাষানগর প্রভৃতি পত্রিকায় কবিতা লিখেছেন। সম্পাদনা করেন বাংলা কিশোর ওয়েব ম্যাগ ম্যাজিক ল্যাম্প। ভালোবাসেন ছবি আঁকতে , বই পড়তে , এবং ছোটদের জন্য অডিও গল্প পাঠ করতে।
Dwaita-Hazra-Goswami
Author : Dwaita Hazra Goswami
Illustration by : Subham Bhattacharya
Publisher : Book Farm
Language : Bengali
Binding : Hardbound
Publishing Year : 2020
বর্তমানে ব্যাঙ্গালোরের বাসিন্দা দ্বৈতা হাজরা গোস্বামী | পড়াশোনা করেছেন লেডি ব্রেবোর্ন কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। সংস্কৃত ও বৈদিক সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। ব্যাঙ্গালোরের জৈন বিশ্ববিদ্যালয় থেকে কালচারাল স্টাডিস- এ রাষ্ট্রসঙ্ঘের পরিবেশমূলক নীতি বিষয় নিয়ে ডক্টরেট করেছেন। জৈন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা ছিলেন দু বছর। ৭ বছর বয়স থেকে কবিতা লেখার শুরু। কলেজে পড়ার সময় ২০০৫ -এ ছোটদের জন্য একটি ছোট গল্পের সংকলন "সাত আকাশের ওপারে " প্রকাশিত হয়। এছাড়াও দীপ প্রকাশন এবং পত্র ভারতী ও কবিতা ক্লাব এর কবিতা সংকলনে লিখেছেন। সম্প্রতি প্রকাশিত হচ্ছে একটি থ্রিলার সংকলন "থ্রি " (ফেভ বুকজ পাবলিকেশন )।এবং প্রথম কবিতার বই "মেঘ বৃষ্টি কথা "(২০১৮, কলকাতা বইমেলা ) ধানসিড়ি প্রকাশন থেকে। আনন্দমেলা , কিশোর ভারতী , শুকতারা প্রভৃতি কিশোর পত্রিকায় নিয়মিত গল্প ও কবিতা লেখেন। কৃত্তিবাস , কালের কষ্টিপাথর , ভাষানগর প্রভৃতি পত্রিকায় কবিতা লিখেছেন। সম্পাদনা করেন বাংলা কিশোর ওয়েব ম্যাগ ম্যাজিক ল্যাম্প। ভালোবাসেন ছবি আঁকতে , বই পড়তে , এবং ছোটদের জন্য অডিও গল্প পাঠ করতে।