Hardcover, Bengali, Contemporary Novel, Women's Fiction
এই আখ্যানের কেন্দ্রস্থলে বিপন্ন নারীজীবন। পটভূমি বাংলা-ঝাড়খণ্ডের সীমান্ত ঘেঁষা এলাকা। যেখানে কালো মাটির নীচে আর ওপরে প্রায় সমান অন্ধকার। যেখানে জোর যার মুলুক তার। যেখানে আপনা মাংসে হরিণা বৈরী। সেই আঁধারপুরীর অতলে লুকোনো এক ভয়াবহ অকল্পনীয় অন্ধকারের গ্রাস থেকে কি কোনওভাবে বার হয়ে আসতে পারবে পরাশ্রিতা বিউটি? অন্ধকারের লোভী হাত থেকে রেহাই পাবে কি মা-বাবার অতি আদরের পুতলি কমলিনী? নিয়তি কী লিখে রেখেছে ওই বালিকাদের ভাগ্যে?
Aditi Sarkar