Hardcover, Aniket Mitra, Memoirs
এই বইয়ে উল্লেখিত কোনো চরিত্র বা ঘটনা কাল্পনিক নয়। কিছু ক্ষেত্রে ইচ্ছে করেই লেখক এড়িয়ে গিয়েছেন গল্পে উল্লেখিত চরিত্রদের আসল পরিচয়, নাম, ধাম, গোত্র। কারণ, এমন অনেক লেখা রয়েছে যার সঙ্গে জড়িত মানুষদের লেখক কথা দিয়েছিলেন যে তাঁদের পরিচয়ের গোপনীয়তা বজায় রাখা হবে।
‘কথার কথা’বইটি আদতে একটি দিনলিপি— লেখকের ব্যক্তিগত দৈনিক জীবনযাত্রার রোজনামচা। তাঁর পারিপার্শ্বিক পরিবেশ, সাধারণ মানুষের জীবন এবং তাঁদের অসাধারণ কিছু গল্প দিয়ে সাজানো এই বইয়ের অন্দরমহল। শব্দ দিয়ে ছবি আঁকার নেশায় লেখক স্মৃতির সরণি বেয়ে পাড়ি দিয়েছেন তাঁর শৈশবে। আশির দশকের শেষ এবং নব্বইয়ের দশকের কলকাতা শহরের চালচিত্র এই গ্রন্থের অলিন্দে বিকশিত হয়েছে ছোটো ছোটো মুহূর্তের আবহে।
কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজে পড়াকালীন এক ছাত্র-শিল্পীর চোখে ধরা পড়ে নাগরিক জীবনের রঙিন ও বর্ণহীন ক্যানভাস। তার সঙ্গে কখনও মিশে যায় কল্পনা, কখনও শামিল হয় বাস্তব দলিল। এরপর ধীরে-ধীরে জীবনের বিভিন্ন পর্যায়ে তার অভিজ্ঞতার ঝুলি ক্রমেই ভরে উঠতে থাকে নানান ধরনের চরিত্রের সমাগমে। ভ্রমণপিপাসু লেখকের ঘটনাবহুল জীবনের ছাপ; তাঁর ছবি আঁকার ধরনেও প্রভাব বিস্তার করতে থাকে। মনের মধ্যে জমতে থাকা গল্পগুলো অবশেষে শব্দের মাধ্যমে ‘কথার কথা’ মলাটের মধ্যে আশ্রয় নেয়।
কিছু কাল্পনিক কাহিনি রয়েছে এই বইতে। যেমন ‘সম্পূর্ণা’বা ‘কলঙ্ক’। যদিও তাদের মূল আধার কিছু বাস্তব চরিত্র এবং ঘটনা। এ-ছাড়াও লেখকের বেশ কিছু অপ্রকাশিত ইলাস্ট্রেশন ও লাইন আর্ট মোটিফ দিয়ে অলংকৃত এই বইয়ের মূল উদ্দেশ্য পাঠকের সঙ্গে টাইম ট্রাভেল করা। আমরা প্রতিদিন অনেক কিছুই দেখি, কিন্তু লক্ষ করি না। এই বইতে রয়েছে এমন কিছু ঘটনার উল্লেখ, যা হয়তো পাঠকের দৈনন্দিন জীবনের সঙ্গেও অচিরেই সম্পর্ক স্থাপন করবে।
পিতা পুত্রের সম্পর্ক, জাহাজের নাবিক ও তার কম্পাসের মতো। এই বইয়ের বেশ কিছু লেখায় লেখক বলেছেন তাঁর বাবার কথা। পুরোনো কলকাতার অলিগলি জুড়ে ছড়িয়ে রয়েছে দু’জনের পথচলার কাহিনি। বছর তিনেক হল লেখকের পিতৃবিয়োগ হয়েছে। ‘কথার কথা’— লেখকের, তাঁর পিতার প্রতি এক আন্তরিক শ্রদ্ধাঞ্জলি!
Others
Language: Bengali
Binding: Hardcover
Genre: Memoirs, Prose
Publishers: Smell of Books