Hardcover, Tilottama Majumdar, Contemporary Fiction, Novel, Women's Fiction
শৈশবে পিতৃহীন অজন্তা পরিবারে প্রধান উপার্জনশীল। আত্মপ্রতিষ্ঠার দীর্ঘ লড়াই তার চরিত্রকে ঋজু ও স্পষ্টভাষী করেছে, যা চাকরি থেকে অবসরপ্রাপ্ত মায়ের দম্ভ মনে হয়। মেয়ের অন্ন তাঁর মনকে পীড়ন করে। মেয়ে টের পায় ভাইয়ের প্রতি মায়ের পক্ষপাত। বিপথগামী ভাইকে প্রতিষ্ঠার দায়িত্ব, মায়ের হৃদরোগের ব্যয়বহুল চিকিৎসার ভার সে নিয়েছে, অথচ আবিষ্কৃত হয়, পরিবারে মা-ভাই এবং তার দুই ভিন্ন জগৎ| অজন্তার পারিবারিক দায়ভার প্রেমিক তপোব্রতকে দূরে নিয়ে যায়। বিচিত্র বিরোধ ও বিপন্নতায় হঠাৎ সে পেয়ে যায় ছ’বছর আগে হারিয়ে যাওয়া বন্ধু শিবেন্দুকে। কেন সে হারিয়ে গিয়েছিল? ভাই অকস্মাৎ একদিন বিয়ে করে বসে। তাদের জীবনে সম্পর্কের রকম বদলে যেতে থাকে। অর্থনৈতিক প্রতিষ্ঠা সত্ত্বেও অজন্তা পৌঁছয় নিরালম্ব অবস্থানে। প্রেম ভেঙে গেছে, কিন্তু বন্ধুরা পাশে আছে। কতিপয় বন্ধুর বাইরেকার প্রগতিশীল সমাজ কি আজও একটি মেয়েকে যোগ্য সম্মান দিতে পেরেছে? বিরাট মূল্যে সাংসারিক দায়িত্ব পালনের পর কেন অজন্তাকে শুনতে হয় সে ‘ছেলের কাজ’ করল? এ উপন্যাস জটিল সমাজমানসের এক মর্মছোঁয়া উদঘাটন।
Tilottama Majumder
তিলোত্তমা মজুমদার-এর জন্ম ১১ জানুয়ারি ১৯৬৬, উত্তরবঙ্গে। কালচিনি চা-বাগানে। ইউনিয়ন একাডেমি স্কুলে পড়াশোনা। ১৯৮৫-তে স্নাতক স্তরে পড়তে আসেন। কলকাতায়, স্কটিশ চার্চ কলেজে। ১৯৯৩ থেকে লিখছেন। পরিবারের সকলেই সাহিত্যচর্চা করেন। সাহিত্যরচনার প্রথম অনুপ্রেরণা দাদা। ভালবাসেন গান ও ভ্রমণ। ‘বসুধারা’ উপন্যাসের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার (১৪০৯)। ‘একতারা’-র জন্য পেয়েছেন ডেটল-আনন্দবাজার পত্রিকা শারদ অর্ঘ্য (১৪১৩) এবং ভাগলপুরের শরৎস্মৃতি পুরস্কার (২০০৭)।
Tilottama Majumder
Publisher : Ananda Publishers
Author : Tilottama Majumdar
Language : Bengali
Binding : Hardcover
Pages : 196
ISBN : 9788177569629
তিলোত্তমা মজুমদার-এর জন্ম ১১ জানুয়ারি ১৯৬৬, উত্তরবঙ্গে। কালচিনি চা-বাগানে। ইউনিয়ন একাডেমি স্কুলে পড়াশোনা। ১৯৮৫-তে স্নাতক স্তরে পড়তে আসেন। কলকাতায়, স্কটিশ চার্চ কলেজে। ১৯৯৩ থেকে লিখছেন। পরিবারের সকলেই সাহিত্যচর্চা করেন। সাহিত্যরচনার প্রথম অনুপ্রেরণা দাদা। ভালবাসেন গান ও ভ্রমণ। ‘বসুধারা’ উপন্যাসের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার (১৪০৯)। ‘একতারা’-র জন্য পেয়েছেন ডেটল-আনন্দবাজার পত্রিকা শারদ অর্ঘ্য (১৪১৩) এবং ভাগলপুরের শরৎস্মৃতি পুরস্কার (২০০৭)।