Hardcover, Anjana Das, Contemporary Fiction, Novel
তের অজস্র অজানা গল্পের সঙ্গে এক ব্যক্তিমানুষের দ্বন্দ্বে উদ্বেল, নাটকীয়তায় ভরপুর আশ্চর্য জীবনকাহিনী এ-উপন্যাসে। নাটক কিংবা চলচ্চিত্রের কাহিনীকেও হার মানায়, মঞ্চ আর চলচ্চিত্রের চেনা কুশীলবদের অচেনা জীবনের এমন গল্প যিনি শোনান, সেই অঞ্জনা দাশের এই উপন্যাসের কেন্দ্রেও চলচ্চিত্র-জগৎ। কিন্তু এ-উপাখ্যানের কেন্দ্ৰচরিত্র সে-অর্থে আলোর সামনে-থাকা কোনও চেনা মুখ নন। যদিও আলোর বৃত্তে যাঁরা, তাঁদের প্রত্যেকের সঙ্গেই তাঁর অচ্ছেদ্য সম্পর্ক। তাঁকে অশ্রদ্ধা হয়তো করা যায়, কিন্তু অবজ্ঞা করা শক্ত। তাঁর কলমের আঁচড়ে নিয়ন্ত্রিত গোটা চলচ্চিত্রশিল্পটাই। সেই কলম অর্জন করার রাস্তাটি কিন্তু মসৃণ নয়। বহু স্তুতি-প্রশস্তি, প্রলোভন-সমাদর, এমনকী নিন্দা-গুঞ্জনের কাঁটা-ছড়ানো রাস্তা দিয়ে হাঁটতে হয় তাঁকে, পৌঁছতে হয় সার্থকতার চুড়োয়। এমনই এক চলচ্চিত্র-সমালোচকের জীবনকাহিনীর সূত্র ধরে এক অসামান্য উপন্যাস ‘আলোর আড়ালে’।
Anjana Das
লেখিকা হিসেবে অঞ্জনা দাশ-এর আত্মপ্রকাশ চলতি দশকের শুরুতে। এক অভিনেত্রীর জীবনের কাহিনী নিয়ে তাঁর প্রথম উপন্যাস ‘কুসুমকুমারী’ প্রকাশিত হয়েছিল ১৯৯১ সালের শারদীয় ‘আনন্দলোক’-এ। প্রকাশমাত্রই পাঠককুলের সানন্দ অভিনন্দনে বন্দিত সেই উপন্যাস অচিরেই গ্রন্থাকারে প্রকাশিত হল। আর ফিরে তাকাতে হয়নি অঞ্জনা দাশকে। নীলতারা, স্বর্ণমৃগ, জয়মালা, আলোর আড়ালে পরপর লিখে চলেছেন তিনি। তাঁর প্রতিটি উপন্যাসের কাহিনীই তুমুল কৌতুহলকর, অথচ প্রতিটি কাহিনীর মূলই ছড়িয়ে রয়েছে চলচ্চিত্র-মঞ্চ-টিভি-ভিডিও জগতের নেপথ্যলোকের রূঢ় বাস্তবে। সেই জগতের নামী, অনামী ও কক্ষচ্যুত তারকাদের অজানা জীবনের কথাই লেখেন তিনি। বাস্তবজীবনে এই লেখিকার অবশ্য অন্য নাম। সে-নাম যাঁর, তিনিও শক্তিমান কথাকার রূপে প্রতিষ্ঠিত। তবে অঞ্জন দাশের লেখার সঙ্গে তাঁর স্বনামের সৃষ্টির মিল নেই বললেই চলে।
Publisher : Ananda Publishers
Author : Anjana Das
Language : Bengali
Binding : Hardcover
Pages : 148
ISBN : 9788172155254
লেখিকা হিসেবে অঞ্জনা দাশ-এর আত্মপ্রকাশ চলতি দশকের শুরুতে। এক অভিনেত্রীর জীবনের কাহিনী নিয়ে তাঁর প্রথম উপন্যাস ‘কুসুমকুমারী’ প্রকাশিত হয়েছিল ১৯৯১ সালের শারদীয় ‘আনন্দলোক’-এ। প্রকাশমাত্রই পাঠককুলের সানন্দ অভিনন্দনে বন্দিত সেই উপন্যাস অচিরেই গ্রন্থাকারে প্রকাশিত হল। আর ফিরে তাকাতে হয়নি অঞ্জনা দাশকে। নীলতারা, স্বর্ণমৃগ, জয়মালা, আলোর আড়ালে পরপর লিখে চলেছেন তিনি। তাঁর প্রতিটি উপন্যাসের কাহিনীই তুমুল কৌতুহলকর, অথচ প্রতিটি কাহিনীর মূলই ছড়িয়ে রয়েছে চলচ্চিত্র-মঞ্চ-টিভি-ভিডিও জগতের নেপথ্যলোকের রূঢ় বাস্তবে। সেই জগতের নামী, অনামী ও কক্ষচ্যুত তারকাদের অজানা জীবনের কথাই লেখেন তিনি। বাস্তবজীবনে এই লেখিকার অবশ্য অন্য নাম। সে-নাম যাঁর, তিনিও শক্তিমান কথাকার রূপে প্রতিষ্ঠিত। তবে অঞ্জন দাশের লেখার সঙ্গে তাঁর স্বনামের সৃষ্টির মিল নেই বললেই চলে।