Hardcover, Hafez, Subhash Mukhopadhyay, A Collection of Translated Poems
‘‘যদি হাফিজের একটি গজল/ নিয়ে শুকতারা আশমানে মাতে/ যদি নাচে যীশুখ্রীস্ট সে-সুরে/ আশ্চর্যের কী রয়েছে তাতে?’’ এই বই থেকে তুলে-দেওয়া হাফিজের গজলেরই একটি অনুবাদে এই যে ছড়ানো আত্মস্তুতি, হাফিজ-প্রেমিকের কাছে তা কিন্তু একেবারেই অতিশয়োক্তি মনে হবে না। বস্তুত, হাফিজের গজল রসে-প্রকরণে একান্তভাবেই তাঁর নিজস্ব ও অননুকরণীয় এক সৃষ্টি। আপাতবিরোধী নানা প্রসঙ্গের অবতারণা করে অনন্য এক সামঞ্জস্যে পৌঁছে যাওয়া, হাফিজ-পূর্ব গজলে ছিল না। গজলের ঐক্য ক্ষুণ্ণ না করেও হাফিজ তাতে এনেছেন প্রসঙ্গের ভিন্নতা। হাফিজের আগে সাদীর হাতে গজল পেয়েছিল তার প্রায় নিখুঁত, পরিণত রূপ। হাফিজ তাকে নিজের ছাঁচে নতুনভাবে ঢালাই করে যে-চেহারা দিয়েছেন তা প্রায় অসাধ্যসাধন বলা যায়। হাফিজের কবিতার প্রথম বই ছাপা হয় কলকাতায়। ১৭৯১ সালে। আমাদের সৌভাগ্য যে, কবি সুভাষ মুখোপাধ্যায় স্বেচ্ছা-প্রণোদিত হয়ে আনুমানিক সাড়ে ছ’শো বছর আগের পারস্য শহরের এক কালজয়ী কবির সৃষ্টিকে বাংলা ভাষার পাঠকদের হাতে তুলে দিতে অগ্রণী হয়েছেন। যে-কোনও অনুবাদই দুরূহ। কবিতা থেকে কবিতায় রূপান্তর তো আরও কঠিন কাজ। কিন্তু একজন প্রধান কবি যখন অন্য এক বরেণ্য কবির রচনা সম্ভোগ করে অনুপ্রাণিত হন অন্যের কাছে সেই সৃষ্টিকর্মকে তুলে ধরতে, তখন তাও হয়ে ওঠে অসাধ্যসাধনেরই এক ব্রত। সুভাষ মুখোপাধ্যায়ের এই অনুবাদ-কবিতাবলী সেই ব্রতেরই সার্থক এক উদ্যাপন। আশ্চর্য মমতায় ও দুর্লভ ক্ষমতায় তিনি হাফিজের কবিতাকে করে তুলেছেন বাঙালি কাব্যপিপাসুর পরম উপভোগের সামগ্রী।
Subhash Mukhopadhyay
জন্ম: ১৩ ফেব্রুয়ারি, ১৯১৯। বাল্যকাল কেটেছে বাংলাদেশে, রাজশাহীর নওগাঁয়। ১৯৩০ সালে কলকাতায় চলে আসেন। ভবানীপুরের মিত্র স্কুলে ভর্তি হন। বিএ পাশ করেছেন স্কটিশ চার্চ কলেজ থেকে। প্রথম কাব্যগ্রন্থ বেরিয়েছে ১৯৪০ সালে—পদাতিক। ১৯৬৪ সালের আকাদমি পুরস্কার— যত দূরেই যাই কাব্যগ্রন্থে। ১৯৭৭ সালে ‘লোটাস’ পুরস্কার পেয়েছেন অ্যাফ্রো-এশিয়ান রাইটার্স অ্যাসোসিয়েশনের।১৯৮৮-তে পেয়েছেন ‘কবির’ পুরস্কার। কখনো চাকরি করেননি। রাজনীতি করার জন্য জেল খেটেছেন (১৯৪৮-৫০)। ছোটদের জন্য অনেকগুলি বই লিখেছেন, ভ্রমণকাহিনি জাতীয়। কয়েকটি উপন্যাসও লিখেছেন। প্রথম, হাংরাস, ১৯৭২ সালে প্রকাশিত। ছোটদের ছড়ার বই: মিউয়ের জন্য ছড়ানো ছিটনো। আত্মকথা: ঢোলগোবিন্দের আত্মদর্শন। প্রয়াণ ৮ জুলাই ২০০৩।
Hafez
Language: Bengali
Binding: Hardcover
ISBN: 9789354258046
Pages: 198
Genre: Poetry
Publishers: Ananda Publishers
জন্ম: ১৩ ফেব্রুয়ারি, ১৯১৯। বাল্যকাল কেটেছে বাংলাদেশে, রাজশাহীর নওগাঁয়। ১৯৩০ সালে কলকাতায় চলে আসেন। ভবানীপুরের মিত্র স্কুলে ভর্তি হন। বিএ পাশ করেছেন স্কটিশ চার্চ কলেজ থেকে। প্রথম কাব্যগ্রন্থ বেরিয়েছে ১৯৪০ সালে—পদাতিক। ১৯৬৪ সালের আকাদমি পুরস্কার— যত দূরেই যাই কাব্যগ্রন্থে। ১৯৭৭ সালে ‘লোটাস’ পুরস্কার পেয়েছেন অ্যাফ্রো-এশিয়ান রাইটার্স অ্যাসোসিয়েশনের।১৯৮৮-তে পেয়েছেন ‘কবির’ পুরস্কার। কখনো চাকরি করেননি। রাজনীতি করার জন্য জেল খেটেছেন (১৯৪৮-৫০)। ছোটদের জন্য অনেকগুলি বই লিখেছেন, ভ্রমণকাহিনি জাতীয়। কয়েকটি উপন্যাসও লিখেছেন। প্রথম, হাংরাস, ১৯৭২ সালে প্রকাশিত। ছোটদের ছড়ার বই: মিউয়ের জন্য ছড়ানো ছিটনো। আত্মকথা: ঢোলগোবিন্দের আত্মদর্শন। প্রয়াণ ৮ জুলাই ২০০৩।