Adhiraj Series #1 : Mystry
অধিরাজ কিশোর বয়স থেকেই অনুসন্ধিৎসু মনের অধিকারী। তার মানসিক গঠনই তাকে অবশেষে নিয়ে এল গোয়েন্দাগিরির পেশায়, বলা উচিত গোয়েন্দা পুলিশের ভূমিকায়। যেখানে বিপদ, যেখানে হত্যাকাণ্ডের সমাধান ঘন ধোঁয়াশায় আচ্ছন্ন সেখানেই অধিরাজ ঝাঁপিয়ে পড়ে, নিজের জীবন বিপন্ন করেও।
অধিরাজ-কেন্দ্রিক রহস্য অমনিবাসের প্রতিটি কাহিনীই এমনই রুদ্ধশ্বাস যে শেষ না করে পাঠক ছাড়তে পারবেন না। সায়ন্তনী পূততুণ্ডের লেখনীতে যে সার্থক চরিত্রচিত্রণ ঘটেছে, কী গোয়েন্দা কী অপরাধীর, তা দীর্ঘকাল দাগ কেটে রাখবে বাংলা গোয়েন্দা সাহিত্যের ইতিহাসে।
গোয়েন্দা অফিসার অধিরাজের চারটি রহস্যউপন্যাসিকা ও একটি রহস্যগল্প এই সঙ্কলনে স্থান পেয়েছে -
ত্রিমূর্তি যখন ভয়ঙ্কর - ৯
এবং... আত্মহত্যা? - ৭১
সলোমন উবাচ - ১৭১
হাসে অন্তর্যামী - ১৮৭
বহুরূপী - ২৬১
Sayantani Putantunda
সায়ন্তনী পূততুণ্ডের জন্ম ৩১ জুলাই, ১৯৮৫। পড়াশোনা যথাক্রমে যাদবপুর বিদ্যাপীঠ, প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। ছোটোবেলা থেকেই লেখালেখির শখ। লেখালেখির জগতে প্রথম প্রকাশ ১৯৯৭ সালে একটি দৈনিক সংবাদপত্রের রবিবাসরীয় বিভাগে ‘চশমা’ নামক ছোটোগল্পের মাধ্যমে। আর ২০১১ সালে ‘আনন্দধারা’ উপন্যাসের মাধ্যমে বৃহত্তর পাঠকদের দরবারে প্রবেশ।
ইতোমধ্যে লেখিকার একাধিক উপন্যাস ও সংকলন গ্রন্থ পাঠকদের আশীর্বাদধন্য। বাংলাদেশ থেকেও লেখিকার বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। লেখিকার উপন্যাস অবলম্বনে ২০১৬ সালে তৈরি হয় প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষের পরিচালনায় ‘শঙ্খচিল’ ছবিটি, যা সে-বছর বেস্ট চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিত হয়। লেখিকার হোমিসাইড অফিসার ‘অধিরাজ’-কে নিয়ে লেখা সিরিজ রহস্য-রোমাঞ্চ-থ্রিলারপ্রেমী পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
sayantani-putatunda
সায়ন্তনী পূততুণ্ডের জন্ম ৩১ জুলাই, ১৯৮৫। পড়াশোনা যথাক্রমে যাদবপুর বিদ্যাপীঠ, প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। ছোটোবেলা থেকেই লেখালেখির শখ। লেখালেখির জগতে প্রথম প্রকাশ ১৯৯৭ সালে একটি দৈনিক সংবাদপত্রের রবিবাসরীয় বিভাগে ‘চশমা’ নামক ছোটোগল্পের মাধ্যমে। আর ২০১১ সালে ‘আনন্দধারা’ উপন্যাসের মাধ্যমে বৃহত্তর পাঠকদের দরবারে প্রবেশ।
ইতোমধ্যে লেখিকার একাধিক উপন্যাস ও সংকলন গ্রন্থ পাঠকদের আশীর্বাদধন্য। বাংলাদেশ থেকেও লেখিকার বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। লেখিকার উপন্যাস অবলম্বনে ২০১৬ সালে তৈরি হয় প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষের পরিচালনায় ‘শঙ্খচিল’ ছবিটি, যা সে-বছর বেস্ট চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিত হয়। লেখিকার হোমিসাইড অফিসার ‘অধিরাজ’-কে নিয়ে লেখা সিরিজ রহস্য-রোমাঞ্চ-থ্রিলারপ্রেমী পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।