Paperback, Joydeep Lahiri, A Collection of Poems
পৃথিবীর সব কিছুই লেনদেনের মাপকাঠি মেনে চলে, শীতের পারদ, গ্রীষ্মের উত্তাপ, বসন্তের দাগ... সব শুধু মাত্রাবিহীন থেকে যায় কল্পনা, সে শাড়ির আঁচলে লেগে থাকা হলুদ দাগ অথবা চিলেকোঠার ঘরে আড়চোখে তাকিয়ে থাকা কিশোরী সেখানেই সময় থমকে আছে, ছোট চুলের ছোট বয়েসে কলেজের বারান্দায়! সবই মিশে আছে মিশেল, তোমারই মধ্যে তোমাকে নিয়ে লেনদেন করা হয়নি, তাই ঘরকন্নার আশায়।
Joydeep Lahiri
Language: Bengali
Binding: Paperback
Genre: Poetry
Publishers: The Cafe Table