Bangladeshi Science Fiction
গ্রহ, নক্ষত্রের কক্ষপথ পেরিয়ে, ছায়াপথের সীমান্তে ভাসছে এক নিস্তব্ধ মহাকাশযান। সেখানে বসবাসকারী দুজন বিজ্ঞানীর দাবি:তাদের নতুন আবিষ্কার মহাবিশ্বের ইতিহাস বদলে দেবে।
আবিষ্কারের গল্প জানতে এসেছে একজন অদ্ভুত মানুষ, যার সত্যিকার উদ্দেশ্য গোপন, এবং বিস্ময়কর। সে আসার পর থেকেই মহাকাশযানে ঘটতে থাকে বিচিত্র, ব্যাখ্যাতীত সব ঘটনা। বাস্তব এবং পরাবাস্তবের মাঝের দেয়াল খসে পড়তে শুরু করে। মহাবিশ্ব এবং মানব মনের গভীরতম রহস্যগুলোর কেন্দ্র লক্ষ্য করে সূচনা হয় এক অদ্ভুত যাত্রার। কী পাওয়া যাবে সেই তদন্তের শেষে? মানবজাতির জন্য কি জ্বলবে নতুন আশার প্রদীপ, না অপেক্ষা করছে শুধুই অন্ধকার?
Tanzim Rahman
তানজীম রহমানের জন্ম ও বেড়ে ওঠা এই ঢাকা শহরে। পড়াশোনা করেছে নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে। ছোটবেলা থেকেই বই পড়ার আগ্রহ, বিশেষ করে হরর, থ্রিলার, কল্পবিজ্ঞানের মতো বিভিন্ন জনরার বই। তবে লেখার জগতে তার পদার্পণ অনুবাদসাহিত্যের মাধ্যমে। স্টিফেন কিং-এর বিখ্যাত ভৌতিক উপন্যাস দ্য শাইনিং ছিল তার প্রথম অনুবাদগ্রন্থ। এরপর তিনি হারলান কোবেনের কট, ডিম কুন্টজের ডার্কফল এবং জিম বুচারের ড্রেসডেন ফাইলস: স্টর্ম ফ্রন্ট উপন্যাসের অনুবাদ সম্পন্ন করেন। তার প্রথম মৌলিক উপন্যাস আর্কন প্রকাশিত হলে পাঠক সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দ্বিতীয় উপন্যাস অক্টারিন তাকে নিয়ে যায় অন্য এক উচ্চতায়। বৈচিত্র্যপূর্ণ কাজের প্রতি ঝোঁক আছে বলে পরবর্তিতে একেবারে নিরীক্ষাধর্মি একটি নভেলা কেটজালকোয়াটল ও সৃষ্টিবিনাশ রহস্য লেখেন, আর বলাই বাহুল্য সেটাও পাঠকসমাজে বিশেষভাবে সমাদৃত হয়। এছাড়াও বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত এ পর্যন্ত প্রায় প্রতিটি থ্রিলার গল্পসঙ্কলন-এ প্রকাশিত হয়েছে তার মৌলিক ও অনুদিত ছোটগল্প। বর্তমানে তিনি প্রথম সারির একটি বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত আছেন ।
tanzim rahaman
তানজীম রহমানের জন্ম ও বেড়ে ওঠা এই ঢাকা শহরে। পড়াশোনা করেছে নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে। ছোটবেলা থেকেই বই পড়ার আগ্রহ, বিশেষ করে হরর, থ্রিলার, কল্পবিজ্ঞানের মতো বিভিন্ন জনরার বই। তবে লেখার জগতে তার পদার্পণ অনুবাদসাহিত্যের মাধ্যমে। স্টিফেন কিং-এর বিখ্যাত ভৌতিক উপন্যাস দ্য শাইনিং ছিল তার প্রথম অনুবাদগ্রন্থ। এরপর তিনি হারলান কোবেনের কট, ডিম কুন্টজের ডার্কফল এবং জিম বুচারের ড্রেসডেন ফাইলস: স্টর্ম ফ্রন্ট উপন্যাসের অনুবাদ সম্পন্ন করেন। তার প্রথম মৌলিক উপন্যাস আর্কন প্রকাশিত হলে পাঠক সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দ্বিতীয় উপন্যাস অক্টারিন তাকে নিয়ে যায় অন্য এক উচ্চতায়। বৈচিত্র্যপূর্ণ কাজের প্রতি ঝোঁক আছে বলে পরবর্তিতে একেবারে নিরীক্ষাধর্মি একটি নভেলা কেটজালকোয়াটল ও সৃষ্টিবিনাশ রহস্য লেখেন, আর বলাই বাহুল্য সেটাও পাঠকসমাজে বিশেষভাবে সমাদৃত হয়। এছাড়াও বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত এ পর্যন্ত প্রায় প্রতিটি থ্রিলার গল্পসঙ্কলন-এ প্রকাশিত হয়েছে তার মৌলিক ও অনুদিত ছোটগল্প। বর্তমানে তিনি প্রথম সারির একটি বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত আছেন ।