Paperback, Sudeshna Chakraborty, Contemporary Fiction, Stories, Short Stories
------সুতরাং বদলে যাচ্ছে দোকানপাটের চেহারা, বদলে যাছে মানুষের মুখের ভাষা, মুছে যাচ্ছে সাবেকি আন্তরিকতার মাধুর্য। তার বদলে যে চকচকে চেহারাটা দাঁড়াচ্ছে, টা যেন সস্তা রঙের চটক। কোন কারণে চটে গেলে ভেতরের বিশ্রী কেঠো চেহারাটা বেরিয়ে পড়বে।
এ শহরে বাল্য, কৈশোর , যৌবন পৌঢ়ত্বের দিনগুলো পেরিয়ে বার্ধক্যের শেষবাঁকে এসে মনে হছে ভীষণ ভাবে অচেনা হয়ে যাচ্ছে সব। তবু এখনও এতো মায়া, এতো বন্ধন।
Sudeshna Chakraborty
Category : Collections of story
Author : Sudeshna Chakraborty
Publisher : The Cafe Table
Binding Type : Paper Back