Paperback, Swapnamoy Chakraborty, Contemporary Fiction, Stories, Short Stories
স্বপ্নময় চক্রবর্তীর গল্প সংকলনের জন্য নতুন করে কিছু লেখার প্রয়োজন পড়ে না। তিনি স্বনামধন্য। তাঁর গল্পের চরিত্রেরা নিজেদের কথা নিজেরাই বলে। তাহলে এখানে কী লেখার জন্য কলম তুলে নিলাম আমরা? না বলা কিছু কথা বলব।
এখনও অবধি প্রায় সাড়ে তিনশোর মতো গল্প লিখেছেন স্বপ্নময় বাবু। প্রতিটিই নিজগুণে অসামান্য। ‘প্রতিটিই’ বললাম এই কারণে যে, ওঁর সঙ্গে কাজ করার আগে আমাদের প্রায় স্বপ্নময়-বিশারদে পরিণত হয়ে উঠতে হয়েছিল। ওঁর লেখা গল্প, উপন্যাস, কলাম, রম্যরচনা চেলে ফেলেছিল আমাদের টিম। মন্ত্রাবিষ্টের মতো পাতা উলটে গিয়েছি আমরা। ওঁর কাছ থেকে পাণ্ডুলিপি চেয়ে নিয়েছি সাদরে, সাগ্রহে। তবে এই কাজ করতে গিয়ে আমাদের নজরে এসেছে ওঁর অনেক গল্প নানা বইতে ‘ওভারল্যাপড’ হয়ে গিয়েছে। তখনই স্থির করেছিলাম যে, আমাদের গল্প সংকলনে স্বপ্নময় বাবুর এমন কোনও গল্প স্থান পাবে না যা আগে কোথাও, কোনও বইতে জায়গা পেয়েছে। ছাঁকনিতে ছাঁকার মতো করেই কাজটা সারা হয়েছে।
ফুল ফুল গদ্যে নয়, কাচগুঁড়ো স্যাটায়ারে ক্ষতবিক্ষত দর্শনের ইজেলে জীবনকে আঁকেন স্বপ্নময়। যে মানুষটা রেভারেন্ড জেমস লং সাহেবের ‘প্রবাদ-প্রবচন সংগ্রহ’ বারেবারে পড়তে ভালোবাসেন, তিনি কীভাবে হাস্যরসে অশ্রু মেশান তা একমাত্র ঈশ্বরই জানেন। ব্ল্যাক বা ডার্ক হিউমরের বেতাজ বাদশা স্বপ্নময়।
যাই হোক, কোথাও লেখককে প্রশ্ন করা হয়েছিল যে, ‘আপনি হতে চেয়েছিলেন অথচ পারেননি এমন কিছু আছে কি?’ উনি বলেছিলেন, ‘ছোটবেলায় রাজা হতে চেয়েছিলাম, কিন্তু পারিনি।’
আমরা দ্য কাফে টেবলের তরফ থেকে দায়িত্ব নিয়ে বলছি যে, এই বইটিকে পড়ার পর পাঠক বলবেন, ‘আমাদের মনই আপনার সিংহাসন। আপনি রাজা-ই হয়েছেন!’
Swapnamay Chakraborty
swapnamay-chakraborty
Author : SWAPNAMOY CHAKRABORTY
Publisher : The Cafe Table
Binding Type : Paper Back