সময়টা ১৯৯২। মার্কেটিংয়ের কাজে তিনি দেশের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত ছুটে চলছিলেন নিরন্তর। একাধিক বিষয়ে স্নাতকোত্তর ব্যক্তিটির বরাবর ইচ্ছে ছিল বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ। সেই থেকে তাঁর বৌদ্ধধর্মের প্রতি আলাদা একটা টান। ২০০৮ সালে বৌদ্ধধর্ম গ্রহণও করেন। এরপর বেচুবাবুর ন্যায় রাজ্য থেকে রাজ্য ঘোরা এবং বিভিন্ন ধরনের মানুষজনকে কাছ থেকে দেখা ও অভিজ্ঞতা লাভ।
২০১২ সালের ডিসেম্বর মাস। জীবন বদলালো। মাল্টিন্যাশনাল কোম্পানির মার্কেটিংয়ে উচ্চপদে আসীন মানুষটি ততদিনে পাকাপাকিভাবে স্থির করেছিলেন আর 'চাকরি' নয়। তাঁর মন তখন নতুন কিছুর সন্ধানে। আগের মতোই ভারতবর্ষের বিভিন্ন দিকে ছুটে বেড়ালেও তফাৎ একটাই। আগে ছিল পেশাগত দায়বদ্ধতা, এবার মানুষের জন্য, বুদ্ধের আদর্শের জন্য কিছু করার তাগিদ।
২০১৪। রামকৃষ্ণ দাস, হয়ে গেলেন কর্মা জ্ঞান বজ্র রেপা। এইযুগের প্রথম বাঙালি মহাযানী যোগী লামা। তিব্বতের সপ্তদশ কর্মাপা ওগিয়েন ঠিনলে দোর্জি মহান যোগী মিলারেপার পরম্পরা অনুসারে দীক্ষা দিলেন। এখন পূর্বাশ্রম আর বিবেচ্য নয়। বর্তমান নামেই তিনি পরিচিত।
জীবনের বিভিন্ন পর্যায় বিশেষত চাকরি জীবন থেকে বিভিন্ন ঘটনা ও কাহিনিতে লামার ঝোলাটা ধীরে ধীরে ভরে উঠছে। তাই অনুসন্ধিৎসু মনে আজও হেঁটে চলেছেন অন্য এক ভারতের খোঁজে।
Category : Memoirs & Biography
Author : Karma Gyan Bajra Repa
Publisher : The Cafe Table
Binding Type : Paper Back