Kolkata Boimela 2024 : New Release
স্বপ্নময় চক্রবর্তীর উপন্যাস মানেই নতুন একটি বিষয়ের অর্গল উন্মোচন।
মানুষের সক্ষমতা কি শুধুই অঙ্গ-প্রত্যঙ্গ নির্ভর? কত চক্ষুষ্মানের চোখের বাহিরে কত কী রয়ে যায়। অভিজ্ঞতা বলে, কত অস্থিমজ্জায় মেরুদণ্ডবান মানুষেরাও কতটা কিলবিল। অন্যদিকে কত প্রতিবন্ধী মানুষ কীভাবে 'বিশেষ ভাবে সক্ষম' হয়ে ওঠেন।
এই বিশেষ মানুষদের অধিকার ও অনুভব, ক্ষোভ ও অভিমান, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের এই আখ্যানের পরতে পরতে আছে ভালোবাসার মায়া।
Swapnamay Chakraborty
swapnamay-chakraborty