Hardcover, Taradas Bandyopadhyay, Graphic Novel, Horror & Occult, Anthology, Stories, Short Stories
Taradas Bandyopadhyay
তারাদাস বন্দ্যোপাধ্যায় (১৫ই অক্টোবর ১৯৪৭ – ১৮ই জুলাই, ২০১০) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং সম্পাদক। তিনি কিংবদন্তিতুল্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের পুত্র ছিলেন।
তারাদাস বেশ কয়েকটি ছোটগল্প ও উপন্যাস লিখেছিলেন যেমন কাল নিরবধি, সপ্তর্ষির আলো, কক্ষপথ ইত্যাদি। তার কাজল উপন্যাসটি তার বাবা বিভূতিভূষণ বন্দোপাধ্যায় বিরচিত অপরাজিতর সিক্যুয়েল ছিল। তারাদাস উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাথে সাথে কাজল লেখা শুরু করেছিলেন। বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক উল্লেখযোগ্য অবদান ছিল তারানাথ তান্ত্রিক, যা ছিল এক তন্ত্রসাধকের অভিজ্ঞতার গল্প।তারানাথ তান্ত্রিক চরিত্রটি বিভূতিভূষণ তৈরি করেছিলেন এবং তারই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তারাদাস। এই গল্পগুলো প্রকাশিত হয়েছিল দুটি বইয়ে তারানাথ তান্ত্রিক (১৯৮৫) এবং অলাতচক্র (২০০৩)। তিনি আরণ্যক উপন্যাসটি সম্পাদনাও করেছিলেন। ২০০৮ সালে তারাদাস উদ্বোধন পত্রিকার জন্য পিতা নহসি; নামে একটি জীবনী-মূলক সিরিজে বিভূতিভূষণের জীবনের কথা লিখতে শুরু করেছিলেন, তবে ২০১০ সালে তার অকাল মৃত্যুর কারণে এটি সম্পূর্ণ করতে পারেননি।
Taradas-Bandyopadhyay
Author : Taradas Bandhopadhyay
Publisher : Book Farm
Language : Bengali
Binding : Hardbound
Publishing Year : 2018
Pages : 48
তারাদাস বন্দ্যোপাধ্যায় (১৫ই অক্টোবর ১৯৪৭ – ১৮ই জুলাই, ২০১০) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং সম্পাদক। তিনি কিংবদন্তিতুল্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের পুত্র ছিলেন।
তারাদাস বেশ কয়েকটি ছোটগল্প ও উপন্যাস লিখেছিলেন যেমন কাল নিরবধি, সপ্তর্ষির আলো, কক্ষপথ ইত্যাদি। তার কাজল উপন্যাসটি তার বাবা বিভূতিভূষণ বন্দোপাধ্যায় বিরচিত অপরাজিতর সিক্যুয়েল ছিল। তারাদাস উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাথে সাথে কাজল লেখা শুরু করেছিলেন। বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক উল্লেখযোগ্য অবদান ছিল তারানাথ তান্ত্রিক, যা ছিল এক তন্ত্রসাধকের অভিজ্ঞতার গল্প।তারানাথ তান্ত্রিক চরিত্রটি বিভূতিভূষণ তৈরি করেছিলেন এবং তারই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তারাদাস। এই গল্পগুলো প্রকাশিত হয়েছিল দুটি বইয়ে তারানাথ তান্ত্রিক (১৯৮৫) এবং অলাতচক্র (২০০৩)। তিনি আরণ্যক উপন্যাসটি সম্পাদনাও করেছিলেন। ২০০৮ সালে তারাদাস উদ্বোধন পত্রিকার জন্য পিতা নহসি; নামে একটি জীবনী-মূলক সিরিজে বিভূতিভূষণের জীবনের কথা লিখতে শুরু করেছিলেন, তবে ২০১০ সালে তার অকাল মৃত্যুর কারণে এটি সম্পূর্ণ করতে পারেননি।