সুভাষ ভট্টাচার্য-র জন্ম ১৯৩৯, বাংলাদেশের বরিশালে। কৈশোর কাল থেকে কলকাতাবাসী। স্নাতক প্রেসিডেন্সি কলেজ থেকে, স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। লেখালিখি প্রধানত অভিধান, ভাষা ও সাহিত্য নিয়ে। প্রকাশিত বইয়ের সংখ্যা চল্লিশের মতো। রবীন্দ্রনাথের গান শিখেছেন, মার্গসংগীতে তালিম নিয়েছেন, এসরাজ বাজান। পেয়েছেন আনন্দ পুরস্কার (১৯৮৪), বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার (২০০৭), চণ্ডীগড় প্রাচীন কলাকেন্দ্র সম্মান (২০০৯)।