Hardcover, Ayan Raha, A Collection of Horror/ Supernatural Stories
পঞ্চ ইন্দ্রিয়র ওপারেও বিদ্যমান এক অতীন্দ্রিয় জগৎ। তা স্বাভাবিকের অতীত, আমাদের জানা বিজ্ঞান বা প্রকৃতির মধ্যে থেকে তার ব্যাখ্যা করা সম্ভব নয়। কখনো কখনো সেই অতিপ্রাকৃত ছায়াময় জগতের (অ)জীবেরা অধিক্রম করে চলে আসে বাস্তব দুনিয়ায়। গা-শিরশিরে ভয়ের অনুভূতিগুলো মাকড়সার জালের মতোই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলে মানবমনের অনুভূতিকে। আর ঠিক এখান থেকেই শুরু হয় একের পর এক হাড়—হিমকরা ঘটনাপ্রবাহ, যাকে এককথায় বলা চলে ‘প্যারানর্মাল’!
‘প্যারানর্মাল’ হরর সংকলনে রয়েছে নানা স্বাদের উপন্যাসিকা আর গল্প। যেগুলো সুপারন্যাচারাল, অপার্থিব, অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়, আধিভৌতিক এরকমই বিভিন্ন প্যারানর্মাল জঁর-এর সঙ্গে সম্পৃক্ত। কাহিনিগুলোতে এসেছে জাপানি ফোকলোরের অপজীব, সাইফাই হরর, ক্রিপি আর্টিফ্যাক্ট, হাইব্রিড প্রাণী, ভ্যাম্পায়ার ইত্যাদি হরেক কিসিমের হরর উপাদান।
এই সংকলনের অন্যতম বিশেষ আকর্ষণ ‘হরর বুলেটিন’। বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া শিহরন জাগানো কিছু কুখ্যাত রিয়েল লাইফ ঘটনা, তার ব্যাকস্টেজ কাহিনি, ইনভেস্টিগেশন, আর্বান লিজেন্ড ইত্যাদি নিয়ে সাজানো এই ‘হরর বুলেটিন’ বিভাগটি যেন বাংলার হরর সাহিত্যের একটু ভিন্ন স্বাদের ছোঁয়া।
স্বাদগদ্যে বুনট আতঙ্ক, টান টান থ্রিলার—সাসপেন্স, দমবন্ধ করা পৈশাচিক ঘটনাপ্রবাহের মাঝেমধ্যে আসা হালকা কমেডি রিলিফ এই নিয়েই কাহিনির বুনন। সঙ্গে রয়েছে চোখজোড়ানো ইলাস্ট্রেশন, মনকাড়া হেডপিস আর গ্রাফিক্স।
প্যারানর্মাল রসে আকণ্ঠ নিমজ্জিত হতে চাওয়া হে হররপ্রেমী পাঠকগণ, আপনারা প্রস্তুত তো?
Ayan Raha
অয়ন রাহার জন্ম কলকাতায়। বরানগর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা। কলেজ অবধি লেখালিখিটাও দিব্বি চলছিল, হঠাৎ দীর্ঘ বিরতি। ছোটবেলায় লেখকের বাবা কিনে দিতেন রাশি রাশি বই। আর সেই থেকেই অক্ষরজগতের প্রেমে পড়া। জীববিদ্যায় স্নাতকতা কিন্তু চলে গেলেন বিজ্ঞাপন জগতে। এরপর কর্পোরেট জীবনে ইতি টেনে বিদেশের এক ‘গেমস ডেভলপমেন্ট’ কোম্পানির সাথে জুটি বেঁধে শুরু নিজস্ব ব্যবসার। নিজের জন্য পাওয়া গেল কিছু সময়। এবারে নতুন এক পরিকল্পনা- ‘জিরো কমিক্স’, বাংলায় কমিক্স পাবলিকেশন হাউস। সতেরো বছর পর আবার হাতে কলম উঠল। এবং পেন্সিলও। ‘মুরু’, ‘মায়াবৃক্ষ’ ইত্যাদি বাংলা কমিক্সের পাশাপাশি প্রকাশিত হল ছোটদের জন্য ‘দ্য অ্যাডভেঞ্চার অফ প্রিন্স বুজু’ কমিক্স সিরিজ। তারপর বুকফার্মের সঙ্গে গাঁটছড়া বেঁধে জনপ্রিয় গ্রাফিক নভেল ‘আমি কি সুন্দরী?’। সমান্তরালে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালিখি। লেখক মনেপ্রাণে বাঙালি। মনের গহনে ঘোর ইচ্ছা পোষণ করেন কোনও এক ভোরে গ্রীক পর্যটকদের মত পৃথিবী পরিভ্রমণে বেরিয়ে পড়বেন। সে অবশ্য হবার যো টি নেই বলে আপাতত একটা টাইমমেশিন বানিয়ে লিখে ফেলেছেন ‘আশ্চর্য সাত’ বইখানি।
Ayan-Raha
Language: Bengali
Binding: Hardcover
ISBN: 978-93-92722-88-2
Pages: 240
Dimension: 21 × 18 × 2 cm
Genre: Horror & Occult , Short Stories, Story
Publishers: Book Farm
অয়ন রাহার জন্ম কলকাতায়। বরানগর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা। কলেজ অবধি লেখালিখিটাও দিব্বি চলছিল, হঠাৎ দীর্ঘ বিরতি। ছোটবেলায় লেখকের বাবা কিনে দিতেন রাশি রাশি বই। আর সেই থেকেই অক্ষরজগতের প্রেমে পড়া। জীববিদ্যায় স্নাতকতা কিন্তু চলে গেলেন বিজ্ঞাপন জগতে। এরপর কর্পোরেট জীবনে ইতি টেনে বিদেশের এক ‘গেমস ডেভলপমেন্ট’ কোম্পানির সাথে জুটি বেঁধে শুরু নিজস্ব ব্যবসার। নিজের জন্য পাওয়া গেল কিছু সময়। এবারে নতুন এক পরিকল্পনা- ‘জিরো কমিক্স’, বাংলায় কমিক্স পাবলিকেশন হাউস। সতেরো বছর পর আবার হাতে কলম উঠল। এবং পেন্সিলও। ‘মুরু’, ‘মায়াবৃক্ষ’ ইত্যাদি বাংলা কমিক্সের পাশাপাশি প্রকাশিত হল ছোটদের জন্য ‘দ্য অ্যাডভেঞ্চার অফ প্রিন্স বুজু’ কমিক্স সিরিজ। তারপর বুকফার্মের সঙ্গে গাঁটছড়া বেঁধে জনপ্রিয় গ্রাফিক নভেল ‘আমি কি সুন্দরী?’। সমান্তরালে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালিখি। লেখক মনেপ্রাণে বাঙালি। মনের গহনে ঘোর ইচ্ছা পোষণ করেন কোনও এক ভোরে গ্রীক পর্যটকদের মত পৃথিবী পরিভ্রমণে বেরিয়ে পড়বেন। সে অবশ্য হবার যো টি নেই বলে আপাতত একটা টাইমমেশিন বানিয়ে লিখে ফেলেছেন ‘আশ্চর্য সাত’ বইখানি।