Paperback, Gautam Chakraborty, Travelogue, Memoir, Essay
পাহাড়। সুউচ্চ, ভাবগম্ভীর তার চেহারা। না জানি কত শতাব্দীর পর শতাব্দী ধরে একা মাথা উঁচু করে দেখে চলেছে তার জন্মদাত্রী পৃথিবীর রূপলাবণ্য স্থিরদৃষ্টিতে। দেখে চলেছে তারই কোলে ঠাঁই নেওয়া কিছু মানুষের জীবনযাত্রা। হয়তো অন্তরে সেও বয়ে নিয়ে চলে তাদের নিয়ে হাজার হাজার জমে থাকা গল্প! অব্যক্ত সেসব কাহিনীরা জমতে থাকে তার স্তরে স্তরে। পাহাড় আসলে চুপকথার দেশ। রূপকথারও।
Others
Category : Memoirs & Biography
Author : Gautam Chakraborty
Publisher : The Cafe Table
Binding Type : Paper Back