Hardcover, Kamalesh Kumar, Thriller & Mystery, Novel
জঙ্গলমহলের নিভৃত জীবনে একবুক জ্যোৎস্না নিয়ে এসে দাঁড়ায় তারা। শাল, সেগুনের সবুজ-অন্ধকারময় সূর্যহীন চরাচরে তারা রামধনুর লাল-হলুদ রঙ ছড়িয়ে দিতে চায়। গ্রাম্য আদিবাসীদের স্বপ্নে আর ঘ্রাণে খেলা করে বেড়াত যে-যন্ত্রণাহীন বিপুল আনন্দ, তাই পুনরুদ্ধারে মেতে ওঠে মুথুকুমারন, অঘাের, কমলিনীরা। ধ্বংসাত্মক খাদের কিনারায় দাঁড়িয়ে তারা হাতে তুলে নেয় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। রাষ্ট্রের বিরুদ্ধে বিপ্লবে শামিল হয় কুয়াশার মতাে উত্তাল সময়, সহস্র জীবন-যৌবন আর মধ্যরাতের অগুনতি সংশয়। একদিকে দেশ আর অন্যদিকে তাদের দলের রক্তক্ষয়ী সংগ্রামের ব্যাসার্ধ জুড়ে রচিত হয় এক ভয়াবহ অগ্নিবলয়। অন্যদিকে, বারুদ আর কুয়াশার মধ্যেও পরম প্রসন্নতায় ফুটে ওঠে যে অমােঘ ভালবাসার কাহিনি, তা রাজনীতি আর অজস্র হত্যালীলার পরেও, অতলান্ত সাঁকোর মতাে গােধূলিআলাের স্নিগ্ধতা নিয়ে জেগে থাকে অনিঃশেষ...
Kamalesh Kumar
জন্ম ৩ ডিসেম্বর, ১৯৮৫ হুগলি জেলার পান্ডুয়া ব্লকের গহমীতে। মা, বাবা, স্ত্রী স্বাতী ও পুত্র সাম্যরাজকে নিয়ে সংসার। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। মোট সাতটি সরকারি চাকরি লাভ। বর্তমানে একটি উচ্চমাধ্যমিক স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক পদে কর্মরত। ক্লাস থ্রিতে পড়তে পড়তে প্রথম লেখা বেরোয় ‘ওভারল্যান্ড’ সংবাদপত্রে। তারপর থেকে প্রায় কুড়ি বছর ধরে লিখে চলেছেন বাংলার সব জনপ্রিয় পত্রপত্রিকাতেই। লেখা প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়, দেশ, শারদীয়া আনন্দবাজার পত্রিকা, আনন্দমেলা, উনিশ কুড়ি, সংবাদ প্রতিদিন, কিশোর ভারতী, শুকতারা, নবকল্লোলে। সরকারি চাকরির পরীক্ষার উপযোগী ইংরেজির নিয়মিত কলাম লেখেন পেশাপ্রবেশ পত্রিকায়। এই উপন্যাসটিই জীবনের প্রথম উপন্যাস।
Kamalesh-Kumar
Publisher : Deep Prakashan
Author : Kamalesh Kumar
Language : Bengali
Binding : Hardcover
Pages :
ISBN : 9789391168056
জন্ম ৩ ডিসেম্বর, ১৯৮৫ হুগলি জেলার পান্ডুয়া ব্লকের গহমীতে। মা, বাবা, স্ত্রী স্বাতী ও পুত্র সাম্যরাজকে নিয়ে সংসার। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। মোট সাতটি সরকারি চাকরি লাভ। বর্তমানে একটি উচ্চমাধ্যমিক স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক পদে কর্মরত। ক্লাস থ্রিতে পড়তে পড়তে প্রথম লেখা বেরোয় ‘ওভারল্যান্ড’ সংবাদপত্রে। তারপর থেকে প্রায় কুড়ি বছর ধরে লিখে চলেছেন বাংলার সব জনপ্রিয় পত্রপত্রিকাতেই। লেখা প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়, দেশ, শারদীয়া আনন্দবাজার পত্রিকা, আনন্দমেলা, উনিশ কুড়ি, সংবাদ প্রতিদিন, কিশোর ভারতী, শুকতারা, নবকল্লোলে। সরকারি চাকরির পরীক্ষার উপযোগী ইংরেজির নিয়মিত কলাম লেখেন পেশাপ্রবেশ পত্রিকায়। এই উপন্যাসটিই জীবনের প্রথম উপন্যাস।