Paperback, Monowarul Islam. Horror & Occult Novel
মেয়েটির সাথে তৃতীয়বারের মতো দেখা। আশ্চর্য! এতগুলো বছরেও তার চেহারার কোনো পরিবর্তন হয়নি, এ হতেই পারে না। প্রথমবার দেখা হয়েছিল কৃষ্ণনগর রেলস্টেশনের পথে, ঘুটঘুটে অন্ধকার চরাচরে; বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। হুট করে কেউ এসে ছাতা ধরে মাথার ওপরে, কিন্তু তাকে দেখতে পাই না, একটা গন্ধ পাই শুধু। গন্ধটা বকুল ফুলের। রিনরিনে নূপুরের শব্দ শুনে বুঝি, মেয়েমানুষ। জিজ্ঞেস করি, ‘এত রাতে!’ সে বলল, ‘ভিজে যাচ্ছিলেন, এগিয়ে দিয়ে গেলাম; কিন্তু কুড়ি মিনিটের মধ্যেই ফিরে যাবেন।’ চমকে উঠি, কুড়ি মিনিটেই কেন ফিরতে হবে! মেয়েটির নাম জিজ্ঞেস করতেই সে অদূরে দাঁড়ানো কদমগাছ লাগোয়া বাড়িটা দেখিয়ে বলল, ‘মশাই, ঐ বাড়ির নামেই আমার নাম।’ নীলাসাগর গ্রাম। এখানে তিনটি কবর - লম্বা ভিটা, ময়লা ভিটা আর নতুন ভিটা; এ গ্রামের মেয়েরা অদ্ভুত কারণে হারিয়ে যায়। গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলেছে লাহুর নদী। এই নদীর জলে মিশে আছে কৃষ্ণনগরের জমিদারের ইতিহাস, সেই ইতিহাসের খোঁজ চলে নীলাসাগর, হিরণমুখী আর কৃষ্ণনগরের মাঠে-ঘাটে, শ্মশানে, কবরে।
Monowarul Islam
Monowarul Islam