লেখিকা হিসেবে অঞ্জনা দাশ-এর আত্মপ্রকাশ চলতি দশকের শুরুতে। এক অভিনেত্রীর জীবনের কাহিনী নিয়ে তাঁর প্রথম উপন্যাস ‘কুসুমকুমারী’ প্রকাশিত হয়েছিল ১৯৯১ সালের শারদীয় ‘আনন্দলোক’-এ। প্রকাশমাত্রই পাঠককুলের সানন্দ অভিনন্দনে বন্দিত সেই উপন্যাস অচিরেই গ্রন্থাকারে প্রকাশিত হল। আর ফিরে তাকাতে হয়নি অঞ্জনা দাশকে। নীলতারা, স্বর্ণমৃগ, জয়মালা, আলোর আড়ালে পরপর লিখে চলেছেন তিনি। তাঁর প্রতিটি উপন্যাসের কাহিনীই তুমুল কৌতুহলকর, অথচ প্রতিটি কাহিনীর মূলই ছড়িয়ে রয়েছে চলচ্চিত্র-মঞ্চ-টিভি-ভিডিও জগতের নেপথ্যলোকের রূঢ় বাস্তবে। সেই জগতের নামী, অনামী ও কক্ষচ্যুত তারকাদের অজানা জীবনের কথাই লেখেন তিনি। বাস্তবজীবনে এই লেখিকার অবশ্য অন্য নাম। সে-নাম যাঁর, তিনিও শক্তিমান কথাকার রূপে প্রতিষ্ঠিত। তবে অঞ্জন দাশের লেখার সঙ্গে তাঁর স্বনামের সৃষ্টির মিল নেই বললেই চলে।