বীরবল’ একটি সর্বভারতীয় চরিত্র, জনমানসে যাঁর পরিচয় একজন বিদূষক হিসেবে। কিন্তু ইতিহাসের পাতায় তাঁকে খুঁজে পাওয়া যায়। অথচ ঘটনা এই যে, বীরবল ছিলেন সম্রাট আকবরের চোখের মণি, কোনো সমস্যা হলেই আকবর শরণাপন্ন হতেন বীরবলের।
এই উপন্যাস যেমন বীরবলের, তেমনি আকবরেরও, কেননা আকবরছাড়া বীরবলের কোনো অস্তিত্ব নেই। আকবরের নবরত্ন সভার অন্য রত্ন তানসেন, ফৈজি, আবুল ফজল, মানসিংহ, টোডরমল তাঁরাও এই উপন্যাসের এক-একটি চরিত্র। আছেন তৎকালীন আরও সংগীতজ্ঞ, চিত্রশিল্পী, কাসিদা ও বয়েৎ লেখক। আছেন মান্ডুর বাজবাহাদুর ও রূপমতীও। আছেন যোধাবাই।
যত পৃষ্ঠা ওলটানো যাবে পাঠক আবিস্কার করবেন অন্য এক বীরবলকে।