Paperback, Rajasri Basu Adhikari, Thriller & Mystery, Action & Adventure, Novel
পরমাণু বোমার আবিষ্কার বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ— এই প্রশ্নের জবাব দিতে গেলে অধিকাংশ মানুষই হয়তো একবারের বেশি ভাববেন না। মানবজাতির ইতিহাসে নারকীয় মৃত্যুর কলঙ্কজনক অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে এই পরমাণু বোমা। কিন্তু সেই অধ্যায়টুকু যদি ভুলে যাওয়া যায় চেষ্টা করে, তাহলে প্রতিরক্ষা এবং আত্মরক্ষার ক্ষেত্রে এই আবিষ্কারের গুরুত্ব অপরিসীম। যে-কোনও দেশ চাইবে পরমাণু শক্তিতে নিজেকে বলীয়ান করে তুলতে। সেই বোমার নতুন এক ফর্মুলা তৈরির কাজে হাত দিলেন অণুশক্তিনগরের এক ভারতীয় বিজ্ঞানী রামানুজম এবং তাঁর সহকারী মুগ্ধা ভার্গব। তাঁদের উদ্দেশ্য মহান। নতুন ফর্মুলা অনুযায়ী অনেক কম খরচে পাওয়া পরমাণু শক্তি কাজ করে বহুগুণ বেশি। এই ক্ষমতা যে দেশের কাছে থাকবে, সেই দেশ নিজেকে অন্যদের থেকে বহুগুণে বেশি নিরাপদ, সুরক্ষিত ও বিপন্মুক্ত বলে মনে করতে পারবে অনায়াসেই।
কিন্তু যে-কোনও সৃষ্টির সঙ্গে সঙ্গেই সমান তালে পা ফেলে আসে ধ্বংসের কালো হাতের ছায়া। তাই ভারতীয় বিজ্ঞানীদের এই প্রচেষ্টার খবরও চাপা থাকল না। তা প্রতিবেশী রাষ্ট্রগুলোকেও করে তুলল আগ্রহী। সেই আগ্রহ মেটানোর জন্য এবং সেই ফর্মুলা হস্তগত করার জন্য যে-কোনও রকম অসাধু উপায় নিতেও পিছপা হল না কোনো-কোনো দেশ। একাধিক ভিন্নমুখী আগ্রাসন নানাভাবে ছিন্নভিন্ন করে দিতে চাইল সরকারি পরিকল্পনা। অবশ্য ভারত সরকারের কাছে যথাসময়ে এসে পৌঁছেই গেল এই ধ্বংসকামী দেশগুলোর মনোবৃত্তির খবর। তাই সরকারি ব্যবস্থায় অণুশক্তিনগর থেকে মুগ্ধা ভার্গবকে সরিয়ে দেওয়া হল উত্তর-পূর্ব ভারতের প্রত্যন্ত প্রান্তরে, যেখানে বসে তিনি তাঁর গবেষণার কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন।
সফল হল কি সরকারি প্রচেষ্টা? মুগ্ধা কি পেরেছিলেন তাঁর কাজ সম্পূর্ণ করতে? নতুন কোনও পরমাণু বোমার ফর্মুলা আবিষ্কার হল কি শেষ পর্যন্ত ? মিলিটারি ইন্টেলিজেন্সের অতীব সুশিক্ষিত কর্মক্ষম অফিসারেরা শেষ পর্যন্ত তাঁদের দায়িত্বভার পালন করতে পারলেন কি পারলেন না? বৃহত্তর স্বার্থরক্ষার জন্য তাঁদের কোন-কোন নিজস্ব স্বার্থ ত্যাগ করতে হয়েছে ?
এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে পড়তে হবে এই উত্তেজনায় ভরপুর উপন্যাস, ‘রাত্রি শেষে’।
রাত্রি শেষে যেমন সকাল আসে তার ভোরের আলো নিয়ে, তেমনই এক নতুন দিনের ইশারা নিয়ে এসেছে এই উপন্যাস, যার মধ্যে প্রেম, প্রকৃতি, সামাজিক ও সাংসারিক সমস্যা, জীবনের নানান ওঠাপড়া নিয়ে এক সুতোয় গেঁথেছে রাহুল তিরি পরম অরা রামধারীসিং পিন্ডারী ন্যাড়া অর্ক রূমনি, পুচাই আর মুগ্ধা ভার্গবদের , যারা এই মহান দেশের অংশ, যাদের জীবনযাত্রা তৈরী করেছে এই দেশের বিজ্ঞানের অগ্রগতির পথ এবং সেই পথের সঠিক রক্ষণাবেক্ষণের চিত্র। সেই চিত্রকে জানতে গেলে পড়তে হবে রাজশ্রী বসু অধিকারীর নতুন উপন্যাস ‘রাত্রি শেষে’।
পরিশেষে একটা কথাই শুধু বলা যায়, এই উপন্যাস পাঠককে হাত ধরে নিয়ে যাবে সেই উপলব্ধির পথে , যেখানে চলতে চলতে, বইটির পৃষ্ঠায় চোখ রেখে, মন রেখে, চরিত্রগুলির সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়ে তিনিও অবশ্যই নতুন করে আবারও অনুভব করবেন, আমি ভারতবাসী, আমি আমার দেশকে ভালোবাসি।
Rajasri Basu Adhikari
Rajasri-Basu-Adhikari
Author : Rajasri Basu Adhikari
Language : Bengali
Publisher : Biva Publication
Published on : 28-Feb-2022
No. of Pages : 208
Binding : Paperback
Edition : 1
ISBN : 978-93-90890-54-5