Hardcover, Bivas Roy Choudhury, Modern History & Politics, Essay
খালিস্তান কি সত্যিই তৈরি করা সম্ভব?
ভারত থেকে খালিস্তান আলাদা হওয়ার সম্ভাবনা কতটা? অনেকের মনেই এই প্রশ্ন আসতে পারে। অনেকেই সম্ভবত একটি ‘হ্যাঁ’ খুঁজছেন !
মনে রাখতে হবে খালিস্তানের চাহিদা ভারতীয় শিখদের চেয়ে বিদেশি শিখদের বেশি।
দমদমি তাকশালের কাজ ছিল শিখ বাচ্চাদের ভক্তি পাঠ দেওয়া। সারা দিনরাত এর আকাশে বাতাসে ভাসে গুরুবাণী কীর্তণ বা ভক্তিগীত। এখানে শিখ বাচ্চারা আসে ধর্মকর্ম শিখতে। অনেকটা রেসিডেন্সিয়াল মাদ্রাসা বা মঠের মত। সেখান থেকে উঠে এল জার্নেল সিং ভিন্দ্রানোওয়ালে!
এইভাবেই শিখ সাম্রাজ্যের চিন্তাভাবনা এগোতে থাকে যেখানে ধর্ম আর রাজনীতি এক প্ল্যাটফর্মে আসতে পারে। তবে ধর্মভিত্তিক রাজ্যের দাবি থেকে আকালিরা সরে আসতে পারেনি। তার অন্যতম কারণ, ১৬৯৯ সালে গুরু গোবিন্দ সিং যে খালসা সাজিয়েছিলেন, তার ভিত্তি ছিল ধর্মভিত্তিক রাজনৈতিক এলাকা নির্দিষ্ট করা। ধর্ম আর রাজনীতির এই কেমিস্ট্রি থেকে উদ্ভুত শিখ সাম্রাজ্যের স্বপ্ন এত সহজে আকালিদের মাথা থেকে নামানো যায়নি। এখনও নামেনি।
খালিস্তান আন্দোলন নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ এবার বইয়ের পাতায়। লেখক বিভাস রায় চৌধুরীর কলমে— ‘খালিস্তান: হাজার যুদ্ধ ক্ষত’।
Bivas Roy Choudhury
Language: Bengali
Binding: Hardcover
ISBN: 9789390890910
Pages: 208
Genre: Modern History & Politics, Essays, Espionage & Secret Services ,
Publishers: Biva Publication