অয়ন রাহার জন্ম কলকাতায়। বরানগর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা। কলেজ অবধি লেখালিখিটাও দিব্বি চলছিল, হঠাৎ দীর্ঘ বিরতি। ছোটবেলায় লেখকের বাবা কিনে দিতেন রাশি রাশি বই। আর সেই থেকেই অক্ষরজগতের প্রেমে পড়া। জীববিদ্যায় স্নাতকতা কিন্তু চলে গেলেন বিজ্ঞাপন জগতে। এরপর কর্পোরেট জীবনে ইতি টেনে বিদেশের এক ‘গেমস ডেভলপমেন্ট’ কোম্পানির সাথে জুটি বেঁধে শুরু নিজস্ব ব্যবসার। নিজের জন্য পাওয়া গেল কিছু সময়। এবারে নতুন এক পরিকল্পনা- ‘জিরো কমিক্স’, বাংলায় কমিক্স পাবলিকেশন হাউস। সতেরো বছর পর আবার হাতে কলম উঠল। এবং পেন্সিলও। ‘মুরু’, ‘মায়াবৃক্ষ’ ইত্যাদি বাংলা কমিক্সের পাশাপাশি প্রকাশিত হল ছোটদের জন্য ‘দ্য অ্যাডভেঞ্চার অফ প্রিন্স বুজু’ কমিক্স সিরিজ। তারপর বুকফার্মের সঙ্গে গাঁটছড়া বেঁধে জনপ্রিয় গ্রাফিক নভেল ‘আমি কি সুন্দরী?’। সমান্তরালে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালিখি। লেখক মনেপ্রাণে বাঙালি। মনের গহনে ঘোর ইচ্ছা পোষণ করেন কোনও এক ভোরে গ্রীক পর্যটকদের মত পৃথিবী পরিভ্রমণে বেরিয়ে পড়বেন। সে অবশ্য হবার যো টি নেই বলে আপাতত একটা টাইমমেশিন বানিয়ে লিখে ফেলেছেন ‘আশ্চর্য সাত’ বইখানি।