Hardcover, Nandita Bagchi, Contemporary Fiction, Novel
ভুটান ঘেঁষা শহর আলিপুরদুয়ারের একটি স্কুলের ভাইস প্রিন্সিপ্যাল চিত্রিণী। শহরের জুভেনাইল জাস্টিস বোর্ডেরও সদস্যা সে। সেখানকার শিশু-কিশোর অপরাধীদের ন্যায় পাইয়ে দিতে গিয়ে তার মনে প্রশ্ন জাগে, কীসের তাড়নায় অপরাধ করে শিশু-কিশোররা? কী তাদের অসহায়তা? তারা কি জেনে-বুঝেই করে অপরাধগুলো, নাকি তাদের অজান্তেই? এর মূলে কি দারিদ্র নাকি অন্য কিছু? নিজের শিশুকালের একটা অপরাধের স্মৃতি কুরে কুরে খায় তাকে। সে বুঝতে পারে সে Imposter Syndrome-এ আক্রান্ত। প্রতি মুহূর্তেই নিজেকে ভণ্ড মনে হয় তার। এক অদ্ভুত চান্দ্রেয় প্রভাবে আচ্ছন্ন হয়ে থাকে চিত্রিণী।
চিত্রিণীর বাল্যপ্রেমিক অভিমন্যু। লন্ডন নিবাসী অভিমন্যু মানসিক রোগ বিশেষজ্ঞ, বিবাহিত। প্রতি রাতে তার সঙ্গে প্রেমালাপ করে অনূঢ়া চিত্রিণী। অভিমন্যুও বুঝতে পারে চিত্রিণী চন্দ্রাহত।
অন্যদিকে স্কুলের নেপালি দারোয়ান বাহাদুর, চিত্রিণীর বড় ভরসা। যার সঙ্গে চিত্রিণী আত্মিক বন্ধনে আবদ্ধ সে গোল্ডি, এক ভুটিয়া কুকুর। কৃষ্ণগহ্বরবাসী চিত্রিণীর মন কি আলোর পথ খুঁজে পাবে? কে দেখাবে তাকে সেই পথ? অভিমন্যু, বাহাদুর নাকি গোল্ডি?
Nandita Bagchi
Category : Novel
Author : Nandita Bagchi
Publisher : The Cafe Table
Binding Type : Hard Cover