সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রের নাম প্রচার। প্রচারের ঢক্কানিনাদে মিথ্যা বা অর্ধসত্যও হয়ে যায় চরম ও পরম সত্য। নাৎসি গোয়েবলসের প্রচার প্রথম স্তম্ভিত করে দেয় দুনিয়াকে। আজও এ অবস্থার কিছুমাত্র পরিবর্তন হয়নি, বরং উত্তরোত্তর বেড়েছে। প্রচারের হাতিয়ার হিসেবে তথ্য ও তত্ত্বকে মিলিয়ে মিশিয়ে অর্ধসত্যকে আমরা গিলছি, বিশ্বাস করছি। অতীত ও বর্তমান নিয়ে নানা মিথ প্রচলিত। পুরাণ এবং ইতিহাস ঘিরেও আছে অনেক মিথ। সেইসব প্রচলিত পৌরাণিক মিথকে বলা হচ্ছে ইতিহাস। সাধারণ মানুষও তা বিশ্বাস করে চলেছেন। এইসব মিথ ও মিথ্যার কিছু অংশ নিয়েই আলোচনা করেছেন বিশিষ্ট প্রাবন্ধিক ইমানুল হক, যেসব লেখার মধ্য দিয়ে তিনি শাণিত যুক্তি, সমাজবীক্ষা ও অন্তর্দৃষ্টিতে ছিন্ন করেছেন কুয়াশার অস্পষ্ট যবনিকা, তুলে ধরেছেন প্রকৃত সত্য।..
Emanul Haque