Hardcover, Radhamadhab Mandal, Biography, Memoirs, Cinema & Movies, Essay
জীবনীগ্রন্থে এবার ঝংলা সিনেমার পরিচিত অভিনেতার কথা। তিনি সুমিত গাঙ্গুলী। মঞ্চ ও পর্দার শক্তিশালী এই মানুষটিকে নিয়ে বিতর্কের শেষ নেই। তাঁর জগতে এবং সামাজিক জীবনে। প্রায় তিন শতাধিকের বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন এখনও পর্যন্ত। তবুও কোথাও যেন, না পাওয়ার বেদনা তাড়িয়ে নিয়ে ফেরে সুমিতের জীবন। তারপর তিনি ছবির মধ্যগগনে থাকার সময়ই দীর্ঘদিনের নির্বাসনদণ্ডে যান, এবং সাড়ে সাত বছরের নির্বাসিত জীবন কাটিয়ে ফিরেও এসেছেন স্বমহিমায়, আবার রুপোলি অভিনয়ে, নিজের চেষ্টাতেই। তারপর থেকেই একের পর এক ছবি করেছেন, নিজের ঢঙে।
তবে মঞ্চ তাঁর ভালোবাসার জায়গা এখনও। বাবার হাত ধরেই মঞ্চে এসেছিলেন তিনি, সেই ছোটোবেলায়। তারপর থেকে গেছেন অভিনয়ের পরিধিতে। এখনও মঞ্চে ওঠেন। দীর্ঘদিন মঞ্চে করেছেন দাপটের সঙ্গে অভিনয়।
এখনও করেন মঞ্চে নিয়মিত অভিনয়, তবে আর নাটকে নয়। এখন আর তেমন করেন না যাত্রাও। ফাংশন করেছেন, করেছেন বিভিন্ন চ্যারিটি শো-তে অ্যাঙ্কারিংয়ের কাজ। আর পাশাপাশি বিভিন্ন ছবিতে করেছেন অভিনয়ও। এখন তাঁর একমাত্র কর্মজগৎ রুপোলি পর্দার জগতে অভিনয় করা। শরীরী ভাষায় তিনি একজন দক্ষ খলনায়ক। তাঁকে দেখলে অনেকের বুকই আঁতকে ওঠে। আজও সমান জনপ্রিয় তিনি, গ্রামে-গঞ্জে। শ্যুটিং করতে গ্রামে গেলেই তাঁকে ঘিরে দীর্ঘ লাইন পড়ে, এই সময়ে দাঁড়িয়েও। বহু মানুষ ছুটে আসেন, তাঁর সঙ্গে সেলফি তুলতে। সেই বাংলা সিনেমার খলনায়ক সুমিত গাঙ্গুলীর সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন লেখক।
Radhamadhab Mandal
Author : Radhamadhab Mandal
Publisher : Khoai Publishing House
Language : Bengali
Binding : Hardbound
Publishing Year : 2022