Hardcover : Thriller
দীপা কর্মকার। ক্রিকেট পাগল ভারতবর্ষে এক ব্যতিক্রমী নাম। একদিন লাখো মানুষের প্রত্যাশা ডানায় তুলে উড়েছিল মেয়েটা। কিন্তু তুতুনের কী হল? সেও তো স্বপ্ন দেখত বড় মঞ্চে প্রদুনোভার ভেল্কি দেখাবে। কিন্তু সব স্বপ্ন তো ভল্ট খাওয়ার পর পার্ফেক্ট ল্যান্ডিং করতে পারেনা। রাতের লাইব্রেরীতে অনাহুত টর্চের আলো তাড়া করতে গিয়ে নিখোঁজ হলেন তুতুনের বাবা! লাইব্রেরীর অন্য ডাইমেনশনে হারিয়ে গেলেন? ভোজবাজি? খুন? তুতুন এরপর আর দীপা হতে পারেনি। প্রণববাবুর টর্চটা খুঁজে পাওয়া গেল জাতীয় লাইব্রেরীর মিশর বিভাগে। কেন? ৪১৫ খ্রিষ্টাব্দ। মিশরের রা-কেদেত শহরে মানুষের এক অভূতপূর্ব স্থাপত্যের শেষ মুহুর্ত ঘনিয়ে এলো। এক মুহুর্তে কয়েক হাজার বছর পিছিয়ে গেল মানব সভ্যতা। সেই ঘটনা না ঘটলে, কলোম্বাস জাহাজে চড়ে নতুন দুনিয়া আবিষ্কার না করে, উড়ো-জাহাজে চড়ে হয়ত চাঁদে পারি জমাতেন। কী সেই স্থাপত্য? কী সেই সত্য ঘটনা? প্রণববাবুর রহস্যের সাথে তার কী সম্পর্ক? যে রাতে দীপা কর্মকারের অসামান্য কীর্তির সাক্ষী হল গোটা দুনিয়া, সেই রাতে তুতুন কী পারল প্রণববাবুর অন্তর্ধান রহস্যের সমাধান করতে? নাকি নিজের অজান্তেই জড়িয়ে পড়ল এক বিশাল ষড়যন্ত্রের সাথে?
Souvik Das