অনিল ঘড়াই-এর জন্ম ১ নভেম্বর, ১৯৫৭, মেদিনীপুর জেলার রুক্মিনীপুর গ্রামে। শৈশব-কৈশোর এবং যৌবনের অনেকটা সময় অতিবাহিত হয়েছে নদিয়ার কালীগঞ্জে। পেশায় দক্ষিণ-পূর্ব রেলওয়ের সেকশন ইঞ্জিনিয়ার। বর্তমান কর্মস্থল বিহারের চক্রধরপুর মাইক্রোওয়েভ স্টেশন। ‘পরীক্ষিৎ’ এবং ‘শব্দযুগ’ এই দুটি স্বসম্পাদিত ছোট পত্রিকার মাধ্যমেই বাংলা কথাসাহিত্যে তাঁর আত্মপ্রকাশ। ‘কাক’ তাঁর প্রথম গল্প সংকলন, ‘নুনবাড়ি’ প্রথম উপন্যাস। ‘নুনবাড়ি’ উপন্যাসের জন্য পেয়েছেন ১৯৯১ সালের সোপান সাহিত্য পুরস্কার। সাহিত্যের জন্য ওই বছরই পেয়েছেন দিল্লির সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সর্বভারতীয় ‘সংস্কৃতি’ পুরস্কার। ‘বক্ররেখা’ উপন্যাসের জন্য মাইকেল মধুসূদন পুরস্কার পেয়েছেন ১৯৯৪ সালে। এছাড়াও নানান পুরস্কার এবং সম্মানে ভূষিত। প্রখর বাস্তববাদী, মানবদরদী এই তরুণ ভালবাসেন শব্দের ছবিতে মানুষকে চিত্রায়িত করতে। মানুষের কাছে যাওয়াই তাঁর প্রিয় শখ।