জন্ম: ১৩ ফেব্রুয়ারি, ১৯১৯। বাল্যকাল কেটেছে বাংলাদেশে, রাজশাহীর নওগাঁয়। ১৯৩০ সালে কলকাতায় চলে আসেন। ভবানীপুরের মিত্র স্কুলে ভর্তি হন। বিএ পাশ করেছেন স্কটিশ চার্চ কলেজ থেকে। প্রথম কাব্যগ্রন্থ বেরিয়েছে ১৯৪০ সালে—পদাতিক। ১৯৬৪ সালের আকাদমি পুরস্কার— যত দূরেই যাই কাব্যগ্রন্থে। ১৯৭৭ সালে ‘লোটাস’ পুরস্কার পেয়েছেন অ্যাফ্রো-এশিয়ান রাইটার্স অ্যাসোসিয়েশনের।১৯৮৮-তে পেয়েছেন ‘কবির’ পুরস্কার। কখনো চাকরি করেননি। রাজনীতি করার জন্য জেল খেটেছেন (১৯৪৮-৫০)। ছোটদের জন্য অনেকগুলি বই লিখেছেন, ভ্রমণকাহিনি জাতীয়। কয়েকটি উপন্যাসও লিখেছেন। প্রথম, হাংরাস, ১৯৭২ সালে প্রকাশিত। ছোটদের ছড়ার বই: মিউয়ের জন্য ছড়ানো ছিটনো। আত্মকথা: ঢোলগোবিন্দের আত্মদর্শন। প্রয়াণ ৮ জুলাই ২০০৩।