Hardcover, Amar Mitra, A Collection of Stories
অমর মিত্রের গল্প এতটাই স্বপ্রতিষ্ঠিত যে সেই গল্পগুলোর একটি সংকলনের পক্ষে কোনো ভূমিকাই দরকার হয় না। অমর তো এখন দু’হাতে লিখছেন, তাঁর গল্পে-গল্পেই তিনি আমাদের ঘনিষ্ঠ হয়ে আছেন-পঁচিশ-তিরিশ বছর তো বটেই। আমরা, তাঁর পুরনো পাঠকেরা মনে আনতে পারি তাঁর গল্প খোঁজার প্রথম দিকের চেষ্টা, তাঁর হাতে খোঁজাখুঁজির নতুন নতুন হাতিয়ার উঠে আসে, তাঁর দেখার চোখ ও লেখার কলম বদলে-বদলে যাওয়া, নিজের ক্ষমতা সম্পর্কে তাঁর বিনীত সচেনতা ও সেই সচেনতাকে ব্যবহার করার গভীরতর শিল্পবোধ। কোনো কথোয়াল বা স্টোরিটেলার যে-গল্প বলতে, সে গল্প বলে শেষ করে উঠতে পারেন না, অনেক সময় সে-গল্পের কাছাকাছিও পৌঁছুতে পারেন না। এমন অকথনে লেখালেখির প্রথম-সময়ে রাগ হয়, মনে হয়, মনে হয় সব যেন আমার ব্যক্তিগত অক্ষমতার ফল। মাঝ-সময়ে দুঃখ হয়, আমার দ্বারা এর বেশি কিছু হবে না। পরিণততর সময়ে নিয়তি মেনে নেয়ার আত্মসমর্পণও ঘটে-যে যা পারে। আর, এই সব সময় জুড়ে, কোনো এক অসতর্কতায় যেন বোধে এসে যায়—যে গল্পটা শেষ পর্যন্ত আর বলা যাবে না। অমর এখন বাংলার প্রধান কথোয়ালদের একজন। এত বছর ধরে একটা শিল্পকর্মে ব্যস্ত থাকলে শিল্পকৃতির ভিতরেও ঐ বিষাদ জড়িয়ে যায়। গল্পের অর্থ বদলে যায়। যে-গল্প বলা হচ্ছে, গল্প তাকে ছাড়িয়ে গিয়ে, পেরিয়ে গিয়ে, আনকথা বলে। ঐ আনকথাটি তখন সেই না-বলতে পারা কথাটির কিছু কথা হয়ে ওঠে।…এতদিন ধরে লেখা সত্বেও অমরের গল্প যে এত টাটকা লাগে, এই খোঁজাখুঁজির তত্ত্বতালাশে তিনি ব্যস্ত থাকেন বলে।
Amar Mitra