মানুষ পরিব্রাজক। জীবনের অন্বেষণে ঘুরতে ঘুরতে কোথা থেকে কোথায় সে পৌঁছে যায় নিজেও জানে না । উৎস থেকে মােহানায় এসে সমুখে শান্তি পারাবার দেখে তার মনে পড়ে শেকড়ের কথা। শেকড়ে খোঁজে সে ফিরতে চায় স্মৃতি – বিস্মৃতির পথ বেয়ে তার প্রত্ন – ইতিহাসে যে ইতিহাস চর্চা থেকে উঠে আসে প্রান্তিক জনপদের কাহিনি সাম্প্রতিককালে যা সাবলটার্ন ইতিহাস । আর এভাবেই সমুদ্রগামী মােহানার মানুষ ফেরে তার শেকড়ে ।
সুবর্ণরেখা নদীতীরবর্তী , উৎস থেকে মােহানা পর্যন্ত , কতই জনপদ , জনজীবন আর কত শত পরিবার। এমনই এক পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠা , বিবর্ধিত ও আলােড়িত হওয়া এক আশ্চর্য আখ্যান শােনাচ্ছেন।সাবঅলটার্ন লেখক নলিনী বেরা তাঁর এই ছাঁচ – ভাঙ্গা নদীছন্দিত উপন্যাস সুবর্ণরেণু সুবর্ণরেখায় ।