Paperback, Muhammad Alamgir Toimoor, Horror Novella
এক কুমোরের দু’বিঘে জমি কেনার লোভে মাত্র তিরিশটি রুপোর পয়সার বিনিময়ে জুডাস ইসকারিয়াত যিশুখ্রিস্টকে রোমানদের হাতে ধরিয়ে দিয়েছিল। প্রাচীন টায়ার নগরীতেতে ছাঁচে ঢেলে বানানো এই পয়সাগুলোকে বলা হত রোমান শেকেল। শুরু থেকেই অভিশপ্ত ছিল ওগুলো। এ হল খোদ শয়তানের পয়সা। ক্রুশবিদ্ধ হয়ে মারা গেলেন যিশু। এরপর মারা যায় জুডাস। কেউ-কেউ বলেন, আত্মহত্যা করেছিল জুডাস, যাতে তার আত্মা কখনোই মুক্তি না পায়। ঈশ্বরপুত্র যিশু ও তাঁর শিষ্য জুডাসের মৃত্যু ঘটিয়ে অসামান্য ক্ষমতা হল পয়সাগুলোর— এরপর থেকে যার হাতেই পড়েছে, জন্ম দিয়েছে অসীম প্রাচুর্য, এন্তার মরণ আর সীমাহীন নিষ্ঠুরতা। বদলে দিয়েছে দেশ, জাতি, পৃথিবীর ইতিহাস। তবে সময়ের সঙ্গে-সঙ্গে কমতে লাগল এর সংখ্যা। শেষমেশ বেঁচে রইল মাত্র তিনটি। দুনিয়াতে এমন সব কাণ্ড ঘটে যা কল্পনাকেও হার মানায়। আবারও হারিয়ে যাওয়ার আগে শেষবারের মতো টাকাগুলো খুঁজে পেল বিশ্ববিদ্যালয়ের এক তরুণ গবেষক শরৎ সান্যাল। কিন্তু কীভাবে? আর সেজন্য তাকে শুধতে হল কী মূল্য?
এই বইয়ের প্রথম নভেলা ‘প্রাচীন মুদ্রা’।
প্রাক্তন জীবনবিমা এজেন্ট বেকার অমলকান্তির জীবন আমূল বদলে দিল ধবধবে সাদা পাজামা-পাঞ্জাবি পরা মাঝবয়সি এক ভদ্রলোক— ব্ল্যাক আর্টের যিনি এক জীবন্ত কিংবদন্তী। বাপ-ঠাকুরদার ছিল মস্ত জমিদারি। তারপরও এই কালাজাদুর কল্যাণে বিস্তর টাকার মালিক হয়েছিলেন এই আগন্তুক। তবে ভাগ্যের পরিহাসে তিনি এখন এক কালান্তর ব্যাধির কবলে। ওদিকে তাঁর সীমাহীন কামনা-বাসনার প্রায় সবই অপূর্ণ। গুরু ভজে আর প্রাচীন সব অপদেবতাদের পুজো-অচর্নাতেই কেটে গেছে বহু বছর। কিন্তু জীবনকে ষোলো আনা ভোগ করতে হলে তো আর না বাঁচলেই নয়! কিন্তু মানিকগঞ্জের ছাপোষা অমল তাঁকে বাঁচানোর কে? পাকচক্রে, অসম্ভব ঝুঁকি থাকা সত্ত্বেও, সম্পূর্ণ নিজের ইচ্ছেতে এক অদ্ভুত সাধনায় অংশ নিল অমল। অমল কি তবে পারবে সেই আগন্তুকের ইচ্ছে পূরণ করতে? যদি পারেও, কী হবে অমলের পরিণতি?
ব্ল্যাক আর্টের ইতিহাস তোলপাড় করে লেখা এই বইয়ের দ্বিতীয় নভেলা ‘অমলকান্তির চাকরি’।
Muhammad Alamgir Toimoor
ড. মুহম্মদ আলমগীর তৈমূরের জন্ম ১৯৬৬ সালে কুষ্টিয়া শহরের গোল্ড কোটে। পড়াশোনা ও গবেষণা কুষ্টিয়া, ঢাকা, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায়। বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপক পদে কর্মরত।
তাঁর লেখা কাহিনিগুলি বিভিন্ন সময়ে ভারত ও বাংলাদেশ- দুই দেশেই নানা গল্পগ্রন্থ ও পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং পাঠকের প্রশংসা লাভ করেছে। তাঁর সাম্প্রতিক অতিপ্রাকৃত উপন্যাস ‘দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন’ ও 'বেতাল' বাংলাদেশের বিবলিওফাইল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।
muhammad-alamgir-toimoor
Language: Bengali
Binding: Paperback
Genre: Horror & Occult , Novella, Story
Publishers: Aranyamon Prakashani
ড. মুহম্মদ আলমগীর তৈমূরের জন্ম ১৯৬৬ সালে কুষ্টিয়া শহরের গোল্ড কোটে। পড়াশোনা ও গবেষণা কুষ্টিয়া, ঢাকা, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায়। বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপক পদে কর্মরত।
তাঁর লেখা কাহিনিগুলি বিভিন্ন সময়ে ভারত ও বাংলাদেশ- দুই দেশেই নানা গল্পগ্রন্থ ও পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং পাঠকের প্রশংসা লাভ করেছে। তাঁর সাম্প্রতিক অতিপ্রাকৃত উপন্যাস ‘দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন’ ও 'বেতাল' বাংলাদেশের বিবলিওফাইল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।