জন্ম ৩ ডিসেম্বর, ১৯৮৫ হুগলি জেলার পান্ডুয়া ব্লকের গহমীতে। মা, বাবা, স্ত্রী স্বাতী ও পুত্র সাম্যরাজকে নিয়ে সংসার। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। মোট সাতটি সরকারি চাকরি লাভ। বর্তমানে একটি উচ্চমাধ্যমিক স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক পদে কর্মরত। ক্লাস থ্রিতে পড়তে পড়তে প্রথম লেখা বেরোয় ‘ওভারল্যান্ড’ সংবাদপত্রে। তারপর থেকে প্রায় কুড়ি বছর ধরে লিখে চলেছেন বাংলার সব জনপ্রিয় পত্রপত্রিকাতেই। লেখা প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়, দেশ, শারদীয়া আনন্দবাজার পত্রিকা, আনন্দমেলা, উনিশ কুড়ি, সংবাদ প্রতিদিন, কিশোর ভারতী, শুকতারা, নবকল্লোলে। সরকারি চাকরির পরীক্ষার উপযোগী ইংরেজির নিয়মিত কলাম লেখেন পেশাপ্রবেশ পত্রিকায়। এই উপন্যাসটিই জীবনের প্রথম উপন্যাস।