ঋতু বদলালে, বদলায় প্রকৃতিও। আর এক ঋতু থেকে অন্য ঋতুতে বয়ে যেতে যেতে, মরশুমি আরো কত মন ছুঁয়ে যায় আমাদের ভিতর। এই যাত্রাপথ নেহাৎই গন্তব্য ছুঁয়ে ছুঁয়ে যাওয়া নয়। বরং তার উল্টোপিঠে দাঁড়িয়ে এই চলমানতা যেন একটা বসবাস। ‘অভিমানভূম’ পুরুলিয়ার মানুষদের গল্প— সেই সব গল্পে নিজেদের মিশে যাওয়ার কথা। যাপন জুড়ে থাকা ধুলো, নদী, ফুল আর পাথরদের কথা। আর খুঁজে চলা তার ভিতরে ভিতরে অচেনা অজানা মিথ, ইতিহাস, ঐতিহ্য। নিজস্ব বলতে যেখানে শুধু বিস্ময় আর সবশেষে অনেকদিন পরে প্রিয় কাউকে ছেড়ে চলে আসার মতো, মনখারাপ একরাশ।
Subhadeep Chakraborty