Hardcover, Nanda Mukhopadhyay, History & Politics
নেহরু ভারতকে ভালবেসেছিলেন ঠিকই, কিন্তু বুদ্ধিমানের মতো। অপরপক্ষে সুভাষচন্দ্র দেশকে ভালবেসেছিলেন অতি মাত্র, কিন্তু উচ্চাভিলাষ তাঁর ছিল না।
গান্ধীবাদের বিরুদ্ধে দাঁড়াবার দুঃসাহসিক সিদ্ধান্ত নেহরু গ্রহণ করতে পারেননি। কারণ সাংগঠনিক ক্ষমতা তাঁর ছিল না; এবং গান্ধীবাদের বিরোধিতার পরিণাম কী হতে পারে তা নেহরু ভালমতোই আঁচ করতে পেরেছিলেন। দ্বিতীয়ত, গান্ধী নেহরুকে তার উত্তরাধিকার বলে ঘোষণা করায় নেহরু গোপন আকাঙ্ক্ষা পোষণ করতেন যে ভারত স্বাধীন হলে তিনিই হবেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী।
রামপা প্রবাহ নেই কেন রক্ষণশীল এবং আপোষকামী কংগ্রেস নেতাদের সঙ্গে একমত হয়ে সুভাষচন্দ্রের বিরোধিতা করেছিলেন তার যুক্তিসংগত ব্যাখ্যা নেহরুর কাছেও ছিল না।
Nanda Mukhopadhyay
Author: Nanda Mukhopadhyay
Publisher: Patralekha Publisher
Binding: Hardcover
Language: Bengali