Hardcover, Somja Das, 90's Novel
নয়ের দশকের শেষভাগ, সহস্রাব্দের শুরু। ঠিক এরকম সময়ে ছোট্টো এক মফস্সল শহর অলীকপুরের মানুষদের মনেও লেগেছিল ওয়াই টু কে-র আঁচ। বদলে যাওয়া সময়ের সঙ্গে মানুষ বদলাচ্ছিল, জীবনশৈলী বদলাচ্ছিল, বদলে যাচ্ছিল সামাজিক মূল্যবোধ। রাজনৈতিক পটভূমিও বদলাচ্ছিল চুপিসারে। তবু পুরোনো সহস্রাব্দের মায়াটুকু তখনও সস্নেহে ঘিরে ছিল অলীকপুরকে। তখনও ল্যান্ডফোন, লাল ডাকবাক্স, অডিয়ো ক্যাসেট, আর্চিস গ্যালারিতে মজে ছিল একটা গোটা তরুণ প্রজন্ম। পাড়ার মানুষ ছিল আত্মার আত্মীয়। সমাজমাধ্যমহীন জীবনে প্রেম আসত নিভৃতে। তখনও দ্বিধা-থরথর আবেগ ছিল, প্রেমে ছিল নীরবতা। জীবনের গতি তখনও আজকের মতো এত দ্রুত হয়ে যায়নি। আর ঠিক সেই সময়ে বড়ো হয়ে উঠছিল দুটি মেয়ে, রুম্পি ও দেবযানী। কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে নিজেদের বদলে যেতে দেখছিল ধীরে-ধীরে। রুম্পির বয়ানে বয়ে চলা এই কাহিনি সেই সম্পর্কের কথা বলে, সেই সময়ের এই কাহিনি শোনায়। অলীকপুরের এই কাহিনি আসলে সেই সম্পর্কের; বন্ধুত্ব, নির্ভরতা, বিশ্বাসের ভাঙা-গড়ার। আর! এ এক মিঠে প্রেমের গল্প। দুই দশকেরও বেশি সময় পুরোনো সময়কে ছোটো-ছোটো ফ্রেমের কোলাজ গেঁথে তোলা হয়েছে সযত্নে। গদ্যের ছলে বুনে যাওয়া বারোটি পর্বের এক আশ্চর্য জার্নাল ‘অলীকপুর ক্রনিকলস’...
Somja Das
Language: Bengali
Binding: Hardcover
Genre: Contemporary Fiction, Women's Fiction, Novel
Publishers: Aranyamon Prakashani