জন্ম ১৯৫৭ সালের ২৮ মে। জীবনের প্রথম ৩৫ টা বছর কেটেছে খিদিরপুরে। ‘খিদিরপুর একাডেমী’-তে পড়ার সময় থেকেই স্কুলের বার্ষিক পত্রিকার ছাত্র সম্পাদক। সেইসময়েই ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছেন শিক্ষক সাহিত্যিক অমলেন্দু চক্রবর্তী মহাশয়ের। ১৯৭৪ সালে বিজ্ঞান বিভাগে হায়ার সেকেন্ডারি পড়ার পরে বাংলা ভাষা আর সাহিত্যের টানে বাংলা অনার্স নিয়ে স্নাতক হন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই সাহিত্যকর্ম শুরু। সেইসঙ্গে চালিয়ে গেছেন শখের ফোটোগ্রাফি আর একাঙ্ক নাটকে অভিনয়। আশির দশকে ভবানীপুর পাঠাগার আয়োজিত ‘সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা’য় অংশগ্রহণ করে পেয়েছেন ‘শ্রেষ্ঠ চরিত্রাভিনেতা’র পুরস্কার। ২০১৫ সালের ২৫ এপ্রিল থেকে পুত্র িশল্পী সপ্তদীপের সাথে মিলে চালাতে শুরু করেন ফেসবুক পেজ Akashbari (আকাশবাড়ি)। ফলে সৃষ্টি হতে থাকে নতুন নতুন অণুগল্প, ননসেন্স ভার্স, কমিক্স ইত্যাদি নানান ধরণের লেখা। তাঁর উল্লেখযোগ্য মৌলিক উপন্যাসগুলি হল, 'নিশি', 'দেবগৃহের ত্রিকালজ্ঞ'।