Hardcover, Sujoy Ghosh, An Account on the Cinema Theatres of Kolkata
সিনেমা হলগুলি কলকাতার নাগরিক জীবনের একসময়ে বিনোদনের প্রাণভোমরা। যার যাত্রা শুরু বিশ শতকের দোরগোড়ায়, তা ধীরে-ধীরে এই শহরের শিকড়ে, মননে জড়িয়ে হয়ে দাঁড়াল বাঙালির সমাজ-সংস্কৃতি-শিক্ষা-রাজনীতি-ধর্ম এবং অর্থনৈতিক আধার। একসময়ে মুখ ফিরিয়ে থাকা বাঙালির সিনেমা প্রদর্শন বা সিনেমা হলগুলির ধ্যানজ্ঞান হয়ে ওঠার কাহিনির ঐতিহাসিক গুরুতু অপরিসীম। ইংরেজি শিক্ষা, নারী স্বাধীনতা, জাতীয়তাবাদী আন্দোলন তখন বাংলার বুকে। এদিকে শিক্ষায়-সংস্কৃতিতেও সাহেবদের একচেটিয়া প্রভাব; বাঙালি গান্ধিজি, দেশবন্ধু, নেতাজি প্রমুখ দেশনেতার কার্যকলাপ সম্বলিত চিত্রগ্রহণ বা জাতীয়তাবোধজাগরূক চলচ্চিত্র প্রদর্শন-মাধ্যমকে করে তুলেছিল জাতীয়তাবাদের অন্যতম হাতিয়ার— যা রূপায়িত হয় চিত্রগৃহগুলির মাধ্যমে। স্বাধীনতা-পরবর্তী যুগে সিনেমা হলগুলি ত্রমশ হয়ে দাঁড়ায় কলকাতার কৃষ্টি-যাপনের প্রতিভূ। একশো বছরের এই সামথিক ইতিহাস এই শহরের নগর-সভ্যতার সবিশেষ অংশ ।
Sujoy Ghosh
Language: Bengali
Binding: Hardcover
Genre: Modern History & Politics, Theater & Cinema, Places, Essays
Publishers: Aranyamon Prakashani