সাংবাদিকতার পসরা চল্লিশ বছরের। দিল্লি পাড়ি ’৮৭ সালে। দেশ-বিদেশে দেখেছেন রাজনীতির জোয়ার ভাটা।
প্রথমে ‘বর্তমান’, তারপর ‘আনন্দবাজার পত্রিকা’র দিল্লি সম্পাদক ছিলেন বেশ কয়েকদশক। শাসক ও বিরোধী নানাস্তরের নেতাদের দেখেছেন কাছ থেকে, কি দিল্লি কি বঙ্গে।
জন্ম ১৯৬২-তে, যখন চিন আক্রমণ করল ভারতকে। হাওড়ার এক নির্জন সরু গলিতে শৈশব। স্কুল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। তারপর গলি থেকে রাজপথে ছুটে চলা। এবার সমে এসে থামতে চাইছেন লেখক। তবু নীরব হতে পারছেন না তাই সাংবাদিকতার খণ্ডপরিচয়ের ঘেরাটোপ থেকে বেরিয়ে হৃদয়ের কথা বলতে ব্যাকুল।
বাস কোথা হে পথিক? লেখক বলেন, উভচর। কলকাতা-দিল্লি।