১৯৮০ সালের ১৯শে নভেম্বর কলকাতায় সৌগত বসুর জন্ম। সাউথ পয়েন্ট স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তিতে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। তথ্যপ্রযুক্ত শিল্পর সাথে বিগত এগারো বছর যুক্ত থাকার পর চাকরি ছেড়ে পেশাদার চিত্রনাট্যকার হিসেবে জীবন শুরু করেন। যকের ধন, আলিনগরের গোলকধাঁধা, সাগরদ্বীপে যকের ধন ছায়াছবির চিত্রনাট্যকার তিনি। এছাড়া ব্যোমকেশ এবং ডার্ক-ওয়েব ওয়েব সিরিজ, ল্যাবরেটরি এবং ব্যুমেরাং ওয়েব ছবির চিত্রনাট্য তিনি লিখেছেন।