হুমায়ুন কবীরের জন্ম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত বনবারাসতী গ্রামে। মাড়তলা সত্যেশ্বর ইন্সটিটিউশন এবং দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষা সদনে স্কুলের পাঠ শেষ করে মেদিনীপুর কলেজ (ক. বি .) থেকে বিএসসি অনার্স। উদ্ভিদবিদ্যায় এমএসসি (প্রথম শ্রেণিতে প্রথম)। মাঝে কয়েকমাস শিক্ষক তারপর ইউজিসি স্কলারশিপ নিয়ে পিএইচডি। পরে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে পুলিশের চাকরিতে যোগদান। পশ্চিম দিনাজপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনাতে ডেপুটি পুলিশ সুপার এবং এসডিপিও হিসাবে এবং পশ্চিমবঙ্গ ইন্টেলিজেন্স এবং গোয়েন্দা বিভাগে কাজ করেছেন। মাঝে ২০০১-২০০২ সালে সংযুক্ত রাষ্ট্রসংঘের হয়ে বসনিয়া-হারজিগোভিনাতে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করেছেন। বীরভূম, বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট থাকার পর কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার এবং গোর্খাল্যান্ড আন্দোলনের সময় দার্জিলিং রেঞ্জের ডিআইজি হিসাবে কাজ করেছেন। চন্দননগরের পুলিশ কমিশনারের চাকরি করার সময় চাকরি থেকে পদত্যাগ করে রাজনীতিতে যোগদান। বর্তমানে ডেবরার বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের মন্ত্রী।