শৈলেন ঘোষ-এর জন্ম ১৯৩১। তুখড় খেলোয়াড় ছিলেন ফুটবলের। খেলতে খেলতে লিখলেন ছোটদের নাটক। ভালোবাসতেন খেলা পরিচালনা করতে। খেলার পরিচালক হলেন, নাটকেরও নির্দেশক। খেলতে-খেলতে পেলেন অজস্র পুরস্কার। আকাদেমি পুরস্কারে ভূষিত হল তাঁর নাটকও, ‘অরুণ বরুণ-কিরণমালা’। ছোটদের জন্য তাঁর অসংখ্য লেখা, নাটক, গল্প, উপন্যাস। ভারত সরকার পরিচালিত জাতীয় পুরস্কার পেয়েছে তাঁর উপন্যাস— ‘মিতুল নামে পুতুলটি’। আশ্চর্য ভঙ্গিমায় গল্প বলে চমকে দিতে পারেন হাজার-হাজার শিশুকে। আবার তাদের সঙ্গে খেলতে খেলতে হাসতে হাসতে শিশু হয়ে যেতে পারেন নিমেষে। ভয় পান তিনি বাসের ভিড়কে, কিন্তু ভালোবাসেন ছোটদের ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে। শিশুদের প্রতি এই ভালোবাসার তাগিদেই তিনি আজ একটি বিশিষ্ট শিশুসংস্থা ‘শিশুরঙ্গন’-এর সঙ্গে একাত্ম।