শাশ্বতী চৌধুরীর জন্ম উত্তর কলকাতায়, মিশনারী ভাবধারায় দীক্ষিতা, মিশনারী পরিবেশে এবং উত্তর কলকাতার সাংস্কৃতিক জগতে বড় হয়ে ওঠা | বিবাহিত জীবনে স্বামীর কর্মসূত্রে দেশে বিদেশের ভিন্ন ভিন স্থানে বসবাসের সুযোগ লেখিকাকে এনে দিয়েছে বহু-সাংস্কৃতিক অভিজ্ঞতা | ২০১৯ সালে প্রকাশিত 'ঝালমুড়ি' গল্প-সংকলনের জন্য শাশ্বতী তারা নিউজ আন্তর্জাতিক সাহিত্য সম্মাননায় সেরা লেখনী সম্মাননা পেয়েছেন ।
লেখিকার প্রকাশিত বইগুলি যথাক্রমে: একটি মেয়ের গল্প'“ঝালমুড়ি',ইতিহাসধর্মী থ্রিলার উপন্যাস 'জঙ্গলমহলে ওরা পাঁচজন" এক মুঠো জীবন, স্পাই থ্রিলার 'লাল মাকড়সা"।