জন্ম ১৯৭৪ জালের ৩১ শে অক্টোবর কলকাতায়। শিক্ষা আলিপুর মাল্টিপারপাস গভ: গার্লস হাই স্কুলে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ও ইন্ডিয়ান, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতায় । বর্তমানে হরিয়ানার ও পি জিন্দাল গোবাল ইউনিভার্সিটিতে একজন এসোসিয়েট ডিন হিসেবে কর্মরত। পেশায় অপারেশনস রিসার্চের অধ্যাপিকা হলেও নেশা বাংলায় গদ্যচর্চা। ২০১৪ সাল থেকে ফেসবুকে লেখালেখি শুরু করেন, পেজের নাম 'নিবেদিতার নিবেদন'। বিভিন্ন লিটিল ম্যাগাজিনে নিয়মিত ছোটগল্প প্রকাশ করার সঙ্গে সঙ্গে সম্পাদনা শুরু করেন। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় 'মহাভারতীয়', 'নবরস' ও 'নির্মাল্য'। তাঁর প্রকাশিত প্রথম উপন্যাসের নাম 'ইশক খুদাই'।